শিরোনাম
◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব ◈ পুশইন, হাদি হত্যা ও ভিসা সংকটে টানাপোড়েন: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াল ◈ কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা (ভিডিও) ◈ ভারতে বসে হাদি হত্যার নির্দেশ: অভিযোগপত্রে উঠে এলো কার কী ভূমিকা ◈ আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ◈ ভারত বা‌দে যেখানেই খেলা হোক, প্রস্তুত বাংলাদেশ দল ◈ পোস্টাল ব্যালটে ১৫ লাখ ভোটার, বদলে যেতে পারে নির্বাচনের সমীকরণ ◈ বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫২ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাটরিনা তবুও চুপ

বিনোদন ডেস্ক: ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রেম গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। যদিও এ নিয়ে মুখ খোলেননি কেউ। কিন্তু তাদের ঘোরাঘুরি ও বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি এমনটাই ইঙ্গিত দেয়। কিছুদিন আগে তাদের বাগ্দানের গুজব পর্যন্ত ছড়িয়েছিল। তবুও সাড়া নেই দুজনের। এবার ভিকি ও ক্যাটরিনার সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে কথা বললেন ভিকির ভাই সানি কৌশল।

তিনি বলেন, ‘আমার সঙ্গে ক্যাটরিনার দেখা হয়েছে। দ্য ফরগটেন আর্মি যখন মুক্তি পেল তখন সেখানে ছিলেন। কারণ তিনি কবির খানের খুব ভালো বন্ধু। তার সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে।’ সানি আরও বলেন, ‘সত্যি এটা ভীষণ মজার। আমরা সবাই হাসছিলাম। যখন সকালে উঠে ভিকি ও ক্যাটরিনার খবরটা পড়লাম, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছিল।’

কিন্তু বলিউডের খবর, সত্যিই সম্পর্কে রয়েছেন দুই তারকা। সে খবর ফাঁস করেছেন তাদের বন্ধু অভিনেতা হর্ষবর্ধন কাপুর। তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘ভিকি ও ক্যাটরিনা একসঙ্গেই রয়েছে। এটা সত্যিই। কিন্তু এটা বলার জন্য আমাকে কী সমস্যায় পড়তে হবে, আমি জানি না।’

উল্লেখ্য, সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘শেরশাহ’র স্ক্রিনিংয়ে একসঙ্গে গিয়েছিলেন ক্যাটরিনা ও ভিকি। তবে পাপারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে ধরা দেননি। সময়ের আলো

২০১৯ সালেও একসঙ্গে ডিনার ডেটে গিয়ে ধরা পড়েন দুই তারকা। সে সময়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তখন থেকেই শুরু হয় গুঞ্জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়