শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৩ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান মোরশেদ: ঝুমন দাসের জামিন হয়েছে, এবার কিছু কথা বলা যাক

হাসান মোরশেদ : [১] ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সংশোধন জরুরি। তদন্ত সাপেক্ষে প্রকৃত ডিজিটাল ক্রাইম ছাড়া যেন এই আইনে কেউ হয়রানি না হয়। জামিন পাওয়ার অধিকার সংকুচিত করা যাবে না।

[২] ফেসবুকে এবং নানা জায়গায় আনুষ্ঠানিক প্রতিবাদ হয়েছে। এটা ভালো জনমত গঠনের জন্য। ঝুমন দাস বা কোনো ভিকটিম একা নন, সবাই পাশে আছেন- এই ম্যাসেজের জন্য এসব আনুষ্ঠানিকতা দরকার আছে।

[৩] তবে এসবে জামিন হয় না। জামিন হয় আইনি প্রক্রিয়ায়। ঝুমনের জামিনের এতো দেরি হওয়ার মূল কারণ শুরুতে আইনি প্রক্রিয়ার গলদ। এজন্য একেবারে শুরুতে ভিকটিমকে সঠিক আইনি সহায়তা ও পরামর্শ দেওয়ার মতো অ্যাক্টিভিজম দরকার।

[৪] আইনি প্রক্রিয়ার গলদের কারণে প্রথমবার উচ্চ আদালত জামিন আবেদন ফিরিয়ে দিয়ে শুরু থেকে নতুন আবেদনের নির্দেশ দেন। এই পর্যায় থেকে বিষয়টির সঙ্গে আমি কিছুটা জড়িয়েছিলাম। গুরুত্বপূর্ণ কয়েকজন মানুষের নাম উল্লেখ করার জন্য হাত নিশপিশ করছে, তারা চুপচাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আইনি প্রক্রিয়াতেই এবারের জামিন নিশ্চিত করার জন্য। আমি জানি, নামোল্লেখ তারা কেউ পছন্দ করবেন না। রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে তারা সর্ব্বোচ্চ সহানুভূতিশীল ছিলেন।

[৫] জামিন মানেই মুক্তি নয়। ঝুমনের নিরাপত্তার বিষয় আছে, আর্থিক সামর্থ্যের বিষয় রয়েছে। চার্জশিট হবে, সে যেন সসম্মানে মামলা জয় করে বের হয়ে আসতে পারে সে পর্যন্ত ঝুমনের পাশে সবাইকে থাকতে হবে।

[৬] ঝুমনের মুক্তিতে আর্থিক সহায়তার নামে প্রবাসী হিন্দু কমিউনিটির পাঠানো ভালো অংকের টাকা মেরে দেওয়ার একটা গুজব আছে, এটার সঠিক তদন্ত হওয়া দরকার। একই সঙ্গে সুনামগঞ্জ আওয়ামী লীগের যে নেতারা আক্রমণকারী স্বাধীন মেম্বার গংয়ের প্রতি সহানুভূতিশীল তাদেরকেও চিহ্নিত করতে হবে।

[৭] এখন পর্যন্ত একটা সাম্প্রদায়িক হামলারও দৃষ্টান্তমূক শাস্তি হয়নি। নোয়াগাঁওয়ের ঘটনায় অপর মামলা অর্থাৎ হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার দিকেও সতর্ক দৃষ্টি রাখা জরুরি। জনমত এবং আইনি লড়াই দুটাই পাশাপাশি জারি রাখতে হবে। অন্তত একটা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ তৈরি করতে হবে। পরবর্তী ঘটনার রক্ষা কবচ হবে সেটি। লেখক ও গবেষক

  • সর্বশেষ
  • জনপ্রিয়