শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪০ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজয় দিবসে বিএসএমএমইউ’র সুপার স্পেশালাইজড হাসাপাতাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শাহীন খন্দকার: [২] নির্মাণাধীন ৭০০ শয্যার দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম ইতোমধ্যে ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, হাসপাতালটি চালু হলে দেশের চিকিৎসাসেবা খাত আরো একধাপ এগিয়ে যাবে।পাশাপাশি মেডিক্যাল শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমে যাবে।

[৩] বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত মি. লীজাং-কিউন নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য একথা বলেন। এসময় রাষ্ট্রদূত মি. লী জাং-কিউন বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর নামে সুপার স্পেশালাইজড হাসপাতাল শুধু বাংলাদেশ নয়, কোরিয়ার জন্যও অত্যন্ত গৌরব ও মর্যাদাপূর্ণ। হাসপাতালটি বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের উজ্জ্বল দৃষ্টান্ত বহন করবে।

[৪] তিনি আরো বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালের মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণ সর্বাধুনিক উন্নত চিকিৎসাসেবা পাবেন। সুপার স্পেশালাইজড হাসপাতালের স্ট্রাকচারাল কার্যক্রম ১০০ শতাংশ, আর্কিটেকচারাল ও সিভিল ওয়ার্ক ৮৫ শতাংশ, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল কার্যক্রম ৮০ শতাংশ, হসপিটাল ইনফরমেশন সিস্টেম (এইচআইএস) সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের ৬০ শতাংশসহ যাবতীয় কার্যক্রমের ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে।

[৫]অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম-সচিব মোঃ আব্দুস সালাম খান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান কোরিয়ান এক্সিম ব্যাংকের ঢাকা অফিসের চীফ রিপ্রেজেন্টেটিভ মি. জুন সিডাক প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়