শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সময়টা চ্যালেঞ্জিং, কি হবে জানি না, ‘চোখ’ ছবি নিয়ে বললেন বুবলী

ইমরুল শাহেদ: আগামী ১ অক্টোবর শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে। বুবলী বলেন, প্রায় দীর্ঘ দুই বছর পর আমি পর্দায় আসব। আমার বিপরীতে রয়েছেন দুই নায়ক - নিরব ও রোশান। সিনেমা হলগুলো এখনো ভালোভাবে খোলেনি। স্বাস্থ্যবিধি মেনে দর্শক সমাগম কেমন হবে তাও জানি না। দুই বছর মহামারিতে গেল। এখনো জীবন পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই বৈরী সময়ে ছবিটি সিনেমা হলে আসছে। করোনা এখনো যায়নি।

দর্শক যে নিশ্চিন্ত মনে বিনোদন উপভোগ করতে সিনেমা হলে যাবে এটাই একটা চ্যালেঞ্জিং বিষয়। তারপরও আমি বলব যে, আমরা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি। মহামারির আগে আমরা যেমন বলতাম ‘সিনেমা হলে আসুন, সিনেমা দেখুন’, এখন সে কথা বলতে পারছি না। আমি নিজেও একজন দর্শক হিসেবে বিষয়টিকে দেখি। আমি এখন সিনেমা দেখতে হলে গেলে আমিও আমার নিরাপত্তা চাইব। ‘চোখ’ একটি ভালো গল্পের ছবি। যদি কেউ নিজেদের মতো করে সিনেমা হলে আসেন তাহলে তারা আনন্দ পাবেন। কেউ ঠকবেন না।

আগেই বলেছি এই ছবিতে আমার নায়ক নিরব ও রোশান। কিন্তু আমি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘ সময় কাজ করেছি। এই প্রথম শাকিব খান ছাড়া আমার কোনো ছবি মুক্তি পাচ্ছে। শাকিব খান ছাড়া আমার প্রথম অভিনীত ছবি ‘ক্যাসিনো’। সেটি নিরবের সঙ্গে। করোনা মহামারি না থাকলে ছবিটি অনেক আগেই মুক্তি পেয়ে যেত। ‘চোখ’ ছবির কাজটা আমাদেরকে করতে হয়েছে অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে। কারণ কাজটা হয়েছে পুরো লকডাউনের মধ্যে। একটা আতংকের মধ্য দিয়ে কাজটা করতে হয়েছে। কারণ সময়টা ছিল অস্বাভাবিক। ছবিটির পরিচালকও নতুন- আসিফ ইকবাল জুয়েল ভাই। তিনিও চেষ্টা করেছেন ভালো কাজ করতে। নিরব ভাই সহশিল্পীদের প্রতি সম্মান রেখে কাজ করেন। সেটা আমার খুব ভালো লেগেছে। রোশানের মধ্যে ভালো কাজ করার একটা স্পৃহা আছে। ছবিটা নিয়ে বেশি কথা বলব না। শুধু এটুকু বলব যে, ‘চোখ’ একটি ভালো গল্পের ছবি। দর্শকের খারাপ লাগবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়