শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সময়টা চ্যালেঞ্জিং, কি হবে জানি না, ‘চোখ’ ছবি নিয়ে বললেন বুবলী

ইমরুল শাহেদ: আগামী ১ অক্টোবর শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে। বুবলী বলেন, প্রায় দীর্ঘ দুই বছর পর আমি পর্দায় আসব। আমার বিপরীতে রয়েছেন দুই নায়ক - নিরব ও রোশান। সিনেমা হলগুলো এখনো ভালোভাবে খোলেনি। স্বাস্থ্যবিধি মেনে দর্শক সমাগম কেমন হবে তাও জানি না। দুই বছর মহামারিতে গেল। এখনো জীবন পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই বৈরী সময়ে ছবিটি সিনেমা হলে আসছে। করোনা এখনো যায়নি।

দর্শক যে নিশ্চিন্ত মনে বিনোদন উপভোগ করতে সিনেমা হলে যাবে এটাই একটা চ্যালেঞ্জিং বিষয়। তারপরও আমি বলব যে, আমরা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি। মহামারির আগে আমরা যেমন বলতাম ‘সিনেমা হলে আসুন, সিনেমা দেখুন’, এখন সে কথা বলতে পারছি না। আমি নিজেও একজন দর্শক হিসেবে বিষয়টিকে দেখি। আমি এখন সিনেমা দেখতে হলে গেলে আমিও আমার নিরাপত্তা চাইব। ‘চোখ’ একটি ভালো গল্পের ছবি। যদি কেউ নিজেদের মতো করে সিনেমা হলে আসেন তাহলে তারা আনন্দ পাবেন। কেউ ঠকবেন না।

আগেই বলেছি এই ছবিতে আমার নায়ক নিরব ও রোশান। কিন্তু আমি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘ সময় কাজ করেছি। এই প্রথম শাকিব খান ছাড়া আমার কোনো ছবি মুক্তি পাচ্ছে। শাকিব খান ছাড়া আমার প্রথম অভিনীত ছবি ‘ক্যাসিনো’। সেটি নিরবের সঙ্গে। করোনা মহামারি না থাকলে ছবিটি অনেক আগেই মুক্তি পেয়ে যেত। ‘চোখ’ ছবির কাজটা আমাদেরকে করতে হয়েছে অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে। কারণ কাজটা হয়েছে পুরো লকডাউনের মধ্যে। একটা আতংকের মধ্য দিয়ে কাজটা করতে হয়েছে। কারণ সময়টা ছিল অস্বাভাবিক। ছবিটির পরিচালকও নতুন- আসিফ ইকবাল জুয়েল ভাই। তিনিও চেষ্টা করেছেন ভালো কাজ করতে। নিরব ভাই সহশিল্পীদের প্রতি সম্মান রেখে কাজ করেন। সেটা আমার খুব ভালো লেগেছে। রোশানের মধ্যে ভালো কাজ করার একটা স্পৃহা আছে। ছবিটা নিয়ে বেশি কথা বলব না। শুধু এটুকু বলব যে, ‘চোখ’ একটি ভালো গল্পের ছবি। দর্শকের খারাপ লাগবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়