শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সময়টা চ্যালেঞ্জিং, কি হবে জানি না, ‘চোখ’ ছবি নিয়ে বললেন বুবলী

ইমরুল শাহেদ: আগামী ১ অক্টোবর শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে। বুবলী বলেন, প্রায় দীর্ঘ দুই বছর পর আমি পর্দায় আসব। আমার বিপরীতে রয়েছেন দুই নায়ক - নিরব ও রোশান। সিনেমা হলগুলো এখনো ভালোভাবে খোলেনি। স্বাস্থ্যবিধি মেনে দর্শক সমাগম কেমন হবে তাও জানি না। দুই বছর মহামারিতে গেল। এখনো জীবন পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই বৈরী সময়ে ছবিটি সিনেমা হলে আসছে। করোনা এখনো যায়নি।

দর্শক যে নিশ্চিন্ত মনে বিনোদন উপভোগ করতে সিনেমা হলে যাবে এটাই একটা চ্যালেঞ্জিং বিষয়। তারপরও আমি বলব যে, আমরা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি। মহামারির আগে আমরা যেমন বলতাম ‘সিনেমা হলে আসুন, সিনেমা দেখুন’, এখন সে কথা বলতে পারছি না। আমি নিজেও একজন দর্শক হিসেবে বিষয়টিকে দেখি। আমি এখন সিনেমা দেখতে হলে গেলে আমিও আমার নিরাপত্তা চাইব। ‘চোখ’ একটি ভালো গল্পের ছবি। যদি কেউ নিজেদের মতো করে সিনেমা হলে আসেন তাহলে তারা আনন্দ পাবেন। কেউ ঠকবেন না।

আগেই বলেছি এই ছবিতে আমার নায়ক নিরব ও রোশান। কিন্তু আমি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘ সময় কাজ করেছি। এই প্রথম শাকিব খান ছাড়া আমার কোনো ছবি মুক্তি পাচ্ছে। শাকিব খান ছাড়া আমার প্রথম অভিনীত ছবি ‘ক্যাসিনো’। সেটি নিরবের সঙ্গে। করোনা মহামারি না থাকলে ছবিটি অনেক আগেই মুক্তি পেয়ে যেত। ‘চোখ’ ছবির কাজটা আমাদেরকে করতে হয়েছে অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে। কারণ কাজটা হয়েছে পুরো লকডাউনের মধ্যে। একটা আতংকের মধ্য দিয়ে কাজটা করতে হয়েছে। কারণ সময়টা ছিল অস্বাভাবিক। ছবিটির পরিচালকও নতুন- আসিফ ইকবাল জুয়েল ভাই। তিনিও চেষ্টা করেছেন ভালো কাজ করতে। নিরব ভাই সহশিল্পীদের প্রতি সম্মান রেখে কাজ করেন। সেটা আমার খুব ভালো লেগেছে। রোশানের মধ্যে ভালো কাজ করার একটা স্পৃহা আছে। ছবিটা নিয়ে বেশি কথা বলব না। শুধু এটুকু বলব যে, ‘চোখ’ একটি ভালো গল্পের ছবি। দর্শকের খারাপ লাগবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়