শিরোনাম
◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে ◈ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম: ড. ইউনূসকে সরকারপ্রধানের প্রস্তাব, মিডিয়া নিয়ন্ত্রণের সমালোচনা ◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে?

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোর বাউল শিল্পীর মাথা ন্যাড়া করে দেওয়ায় গ্রাম্য মাতব্বর গ্রেপ্তার

[২] বগুড়ার শিবগঞ্জের পল্লী অঞ্চলে মেহেদী হাসান (১৬) নামের এক বাউল শিল্পীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেয়ার অভিযোগে তিন গ্রাম্য মাতব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জুড়ি মাঝপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃত তিন গ্রাম্য মাতব্বর হলো- উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) ও জুড়ি মাঝপাড়ার গ্রামের মোঃ মেজবাউল ইসলাম (৫২), শফিউল ইসলাম খোকন (৫৫) ও তারেক রহমান (২০)। ভুক্তভোগী বাউল শিল্পী মেহেদী হাসান জুড়ি মাঝপাড়ার মোঃ বেলাল হোসেনের পুত্র।

[৫] সরেজমিনে গিয়ে জানা যায়, মোঃ মেহেদী হাসান গুজিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির পর্যন্ত লেখাপড়া করে আর্থিক অভাব অনটনের কারণে আর পড়াশুনা করতে পারেনি। এরপর পার্শ্ববর্তী ধাওয়াগীর মিল্কীপুর গ্রামের বাউল শিল্পী মতিয়ার রহমান মতিন সঙ্গে চলাফেরা শুরু করে। মেহেদী হাসান গত কয়েক বছর ধরে বাউল শিল্পী মতিয়ার মতিনের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে বাউল গান গেয়ে উপার্জিত টাকায় জীবন জীবিকা নির্বাহ করে আসছিলো। বাউল শিল্পী হওয়ার কারণে মেহেদী হাসান সাদা লুঙ্গি, সাদা ফতুয়া এবং সাদা গামছা ব্যবহার করতো। পাশাপাশি বাউলরীতি অনুযায়ী মাথায় বাবরী (লম্বা) চুল রাখে। কিন্তু গ্রাম্য মাতব্বরেরা বাউল শিল্পী মেহেদী হাসানের পরনের পোশাক এবং মাথার চুল নিয়ে বিভিন্ন সময় অশালীন মন্তব্য ও কটাক্ষ করতো। এ সবের প্রতিবাদ করায় গত শনিবার দিবাগত রাত ১০টায় অত্র গ্রামের পাঁচ গ্রাম্য মাতব্বর যথাক্রমেঃ মোঃ শাফিউল ইসলাম (খোকন), মোঃ মেজবাউল ইসলাম (মেজবা), মোঃ আবু তাহের মন্ডল, মোঃ তারেক রহমান, মোঃ ফজলু মিয়াসহ বাউল শিল্পী মেহেদীর বাড়ীতে গিয়ে। তারা মেহেদীকে ঘুম থেকে ডেকে তুলে জোর করে চুল কাটার মেশিন দিয়ে তার মাথা ন্যাড়া করে দেয়।

[৬] বাউল শিল্পী মেহেদী তার মাথার চুল কাটতে বাধা দিলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। শুধু চুল কেটে ও নির্যাতন করেই ক্ষান্ত হয়নি গ্রাম্য মাতব্বরেরা বাউল গান ছেড়ে না দিলে এবং মাথার চুল আবার বড় করলে তাকে গ্রাম ছাড়া করার হুমকি দেয়। এ ঘটনার পর থেকে লজ্জা ও ভয়ে এই কদিন বাড়ীর বাহিরে যায়নি বাউল শিল্পী মেহেদী হাসান। পরে তার আত্মীয় স্বজন ও বাউল ওস্তাদদের সঙ্গে আলোচনা করে শিবগঞ্জ থানায় পাঁচ গ্রাম্য মাতব্বরদের নামে এজাহার করেন। শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তিন গ্রাম্য মাতব্বরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে।

[৭] শিবগঞ্জ শিল্পকলা একাডেমীর বাউল শিল্পী মোঃ মতিয়ার রহমান মতিন এ প্রতিবেদক-কে বলেন, বাউল শিল্পী মেহেদী হাসান সে আমার শিষ্য। আমি তাকে নিয়ে বিভিন্ন বাউল গানের অনুষ্ঠানে গিয়ে বাউল গান করি। আমরা বাউল করে যে অর্থ পাই তা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করি। কিন্তু বর্তমানে কিছু অতি উৎসাহী গ্রাম্য মাতব্বরেরা বাউল শিল্পীদের সামাজিকভাবে হেয় প্রতিপর্ণ করার জন্য এই ঘটনা ঘটিয়াছে। আমি প্রশাসনসহ প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ট বিচার চাই।

[৮] শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, বাউল শিল্পীর মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনাটি অত্ন্ত অমানবিক। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তিন গ্রাম্য মাতব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়