শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৮ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে ‘ইউরোপিয়ান পার্ক’ বানালেন ক্লোজআপ তারকা সালমা

ইমরুল শাহেদ: ক্লোজআপ তারকা ও কন্ঠশিল্পী সালমার নিজস্ব অর্থায়নে তার শ্বশুর বাড়ি এলাকা ময়মনসিংহের হালুয়াঘাটে নির্মিত ‘ইউরোপিয়ান পার্ক’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ২০ সেপ্টেম্বর সোমবার। উপজেলার জুগলী ইউনিয়নের জাদুকুড়া গ্রামে নির্মিত পার্কের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া বেগমসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অতিথিদের স্বাগত জানান কণ্ঠশিল্পী সালমা ও তার স্বামী অ্যাডভোকেট সানাউল্লাহ নূরে সাগর। সালমা বলেন, ‘বলতে পারেন ছোট পরিসরে একটু বিনোদনের আয়োজন করেছি।’ ইউরোপিয়ান পার্ক নামকরণের ব্যাখ্যা দিয়ে সালমা বলেন, ‘নেদারল্যান্ডসের একটি পার্কের আদলে আমাদের এই পার্কটির ডিজাইন করা হয়েছে।

এখানে ছয়টি পুল আছে। বিনোদন পিয়াসীরা চাইলে লেকের মধ্যে নৌকা দিয়েও ছয়টি পুল অতিক্রম করে পুরো পার্কটি ঘুরে বেড়াতে পারবেন। আবার পায়ে হেঁটেও ছয়টি পুল অতিক্রম করতে পারবেন।’ তিনি বলেন, ‘আমাদের পার্কটি করা হয়েছে আমাদের কেনা প্রায় ছয় একর জমির উপর। আমাদের থানায় কোনো পার্ক নেই। আশপাশের পরিবারগুলোর বিনোদনের জন্য আমাদের এটা হলো একটা ক্ষুদ্র প্রয়াস বলা যায়।’ তিনি জানান, ৩০ টাকায় টিকিট কিনে যে কেউ ইউরোপিয়ান পার্কে প্রবেশ করতে পারবেন। তিনি বলেন, ‘তাতে আমার খরচটা উঠে আসবে এবং পার্কের ব্যবস্থাপনার কাজ সুষ্ঠুভাবে রক্ষা করা যাবে।’ তিনি জানান, পার্কের কাজ এখনো বাকি আছে।

আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে কাজ শেষ করতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন সালমা। তিনি বলেন, ‘অনেকদিন ধরেই আমি আর আমার স্বামী এমন একটি পার্ক করার পরিকল্পনা করছি। অবশেষে সেটি আজ আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়িত হলো।’ এর আগে নানা রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন এই শিল্পী। তৈরি করেছেন সাফিয়া ফাউন্ডেশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়