শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৮ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে ‘ইউরোপিয়ান পার্ক’ বানালেন ক্লোজআপ তারকা সালমা

ইমরুল শাহেদ: ক্লোজআপ তারকা ও কন্ঠশিল্পী সালমার নিজস্ব অর্থায়নে তার শ্বশুর বাড়ি এলাকা ময়মনসিংহের হালুয়াঘাটে নির্মিত ‘ইউরোপিয়ান পার্ক’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ২০ সেপ্টেম্বর সোমবার। উপজেলার জুগলী ইউনিয়নের জাদুকুড়া গ্রামে নির্মিত পার্কের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া বেগমসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অতিথিদের স্বাগত জানান কণ্ঠশিল্পী সালমা ও তার স্বামী অ্যাডভোকেট সানাউল্লাহ নূরে সাগর। সালমা বলেন, ‘বলতে পারেন ছোট পরিসরে একটু বিনোদনের আয়োজন করেছি।’ ইউরোপিয়ান পার্ক নামকরণের ব্যাখ্যা দিয়ে সালমা বলেন, ‘নেদারল্যান্ডসের একটি পার্কের আদলে আমাদের এই পার্কটির ডিজাইন করা হয়েছে।

এখানে ছয়টি পুল আছে। বিনোদন পিয়াসীরা চাইলে লেকের মধ্যে নৌকা দিয়েও ছয়টি পুল অতিক্রম করে পুরো পার্কটি ঘুরে বেড়াতে পারবেন। আবার পায়ে হেঁটেও ছয়টি পুল অতিক্রম করতে পারবেন।’ তিনি বলেন, ‘আমাদের পার্কটি করা হয়েছে আমাদের কেনা প্রায় ছয় একর জমির উপর। আমাদের থানায় কোনো পার্ক নেই। আশপাশের পরিবারগুলোর বিনোদনের জন্য আমাদের এটা হলো একটা ক্ষুদ্র প্রয়াস বলা যায়।’ তিনি জানান, ৩০ টাকায় টিকিট কিনে যে কেউ ইউরোপিয়ান পার্কে প্রবেশ করতে পারবেন। তিনি বলেন, ‘তাতে আমার খরচটা উঠে আসবে এবং পার্কের ব্যবস্থাপনার কাজ সুষ্ঠুভাবে রক্ষা করা যাবে।’ তিনি জানান, পার্কের কাজ এখনো বাকি আছে।

আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে কাজ শেষ করতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন সালমা। তিনি বলেন, ‘অনেকদিন ধরেই আমি আর আমার স্বামী এমন একটি পার্ক করার পরিকল্পনা করছি। অবশেষে সেটি আজ আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়িত হলো।’ এর আগে নানা রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন এই শিল্পী। তৈরি করেছেন সাফিয়া ফাউন্ডেশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়