বিনোদন ডেস্ক: আগামী ২২ সেপ্টেম্বর ‘‘বৈচিত্র্যের আশ্বাসে নন্দিত পদযাত্রা’’ স্লোগানে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘পোলিশ চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম মজেকিনোতে চলবে এ আয়োজন।
৫ দিনব্যাপী এই আয়োজনে বিনামূল্যে ফিচার, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রসহ সমসাময়িক আলোচিত ১০টি পোলিশ চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীরা। খবর বাংলা ট্রিবিউন
এছাড়াও, খ্যাতনামা চলচ্চিত্র বোদ্ধাদের তত্ত্বাবধানে পোলিশ চলচ্চিত্রবিষয়ক মাস্টারক্লাস, লেকচার সেশন ও সিনেটে অংশগ্রহণের অভূতপূর্ব সুযোগ থাকছে। অ্যাকাডেমিক সেশনে থাকছে পোলিশ নারী চিত্রগ্রাহক ভোরোনিকা বিয়স্কার মাস্টার ক্লাস। সঙ্গে থাকবে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র তাত্ত্বিক, লেখক ও শিক্ষক অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়ের লেকচারও।
বিনামূল্যে চলচ্চিত্র উপভোগের পাশাপাশি অ্যাকাডেমিক সেশনগুলোও বিনামূল্যে নিবন্ধন করা যাবে।
পোলিশ ফিল্ম ইনস্টিটিউটের সহযোগিতায় এই উৎসবের সার্বিক আয়োজনে রয়েছে ওসপিএরাম ফাউন্ডেশন, আন্তর্জাতিক অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া।
আন্তর্জাতিক অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার অনার্য মুরশিদ জানান, আগামী ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/iafmedu/) উৎসবের উদ্বোধন ঘোষণায় থাকবেন ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায়, পোলেন্ডস্থ ভিস্টুলা পোলিশ ফেস্টিভালের সমন্বয়কারী রোকসানা পিয়াট্রুজানিস এবং ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার চেয়ারপার্সন-চলচ্চিত্র প্রযোজক মির্জা আবদুল খালেক। এই উৎসবের বিভিন্ন সেগমেন্ট সম্পর্কে তখনই জানা যাবে।