শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৯ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নতুন কোচ মোহাম্মদ সালাউদ্দিন

মাহিন সরকার : [২] ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আসন্ন মৌসুমকে কেন্দ্র করে শুধু ক্রিকেটাররাই দল বদল করছেন না, ঠিকানা বদল করছেন কোচরাও। তার মধ্যে সাকিব আল হাসান ও তামিম ইকবালদের গুরু হিসেবে খ্যাত দেশের অন্যতম সেরা তারকা কোচ মোহাম্মদ সালাউদ্দিনও আছেন।

[৩] গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে সালাউদ্দিন এবার কোচ হিসেবে থাকছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। এই দলে খেলছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিমও।

[৪] সোমবার (২০ সেপ্টেম্বর) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন। সালাউদ্দিনকে স্বাগত জানিয়ে ক্লাবটি ফেসবুক পোস্টে লেখে, আমরা আমাদের প্রধান কোচ সালাউদ্দিনকে স্বাগত জানাচ্ছি। তিনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে নতুন ইনিংস শুরু করছেন।
[৫] গত আসরে রানার্স আপ হয় প্রাইম ব্যাংক। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত লড়াই করেছিল দলটি। আবাহনী লিমিটেডের বিপক্ষে ফাইনালের লড়াইয়ে পেরে ওঠেনি তারা। শুরু থেকেই ধারাবাহিক থাকা প্রাইম ব্যাংক মৌসুম শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে। ১৬ ম্যাচে ১১ জয়ে তাদের পয়েন্ট ২২।

[৬] দেশ সেরা কোচকে দলে ভিড়িয়ে এবার নিশ্চয়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে তারা। সালাউদ্দিন ২০১৭ থেকে গাজী গ্রুপ ক্রিকেটার্সে ছিলেন। এ সময় একবার চ্যাম্পিয়নও করেছিলেন ক্লাবটিকে। এবার তার কাঁধে নতুন দায়িত্ব। প্রিয় শিষ্য তামিমকে পেয়ে নিশ্চয় আরও তেতে উঠবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়