শিরোনাম
◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর ◈ আমি নিশ্চিত ‘ঢাকার কসাই’ আসাদুজ্জামান খান কামালকে অতিশীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে : প্রেস সচিব 

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৮ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মিলার

কায়সার হামিদ: [২] ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিষ্টার আর্ল আর মিলার রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সেবায় নিয়োজিত হোপ হাসপাতাল ও ইউএনএইচসিআরের বিভিন্ন কার্য্যক্রম পরিদর্শন এবং কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন।

[৩] ১৯ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১২টার দিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিষ্টার আর্ল আর মিলার ১৪ এপিবিএন দায়িত্বরত ক্যাম্প এলাকা পরিদর্শনে আসেন। এসময় সফর সর্ঙ্গী হিসেবে ছিলেন মিসেল রেনী এডেলমেন, মার্শা মিশেলসহ ইউএনএইচসিআরের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। তিনি প্রথমে হোপ হসপিটাল ফর উমেন পরিদর্শন করেন। এসময় হাসপাতালে দায়িত্বরত হোপ হাসপাতালের বিভিন্ন পদবীর কর্মকর্তারা তাকে বরণ করে নেন। মার্কিন রাষ্ট্রদূত হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এরপর ৫নং রোহিঙ্গা ক্যাম্পের গণস্বাহ্য হাসপাতাল পরিদর্শন করে গ্যাস সহায়তা কার্যক্রম, পুষ্টি সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

[৪] দুপুর ২টার দিকে মধুরছড়া বিশ্ব খাদ্য কর্মসূচীর সার্বিক কার্যক্রমের প্রেজেন্টেশনে অংশগ্রহণ এবং ফায়ার মহড়া পরিদর্শন করেন। পরে প্রতিনিধি দল বিকেল ৩টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।

[৫] এর আগে ১৮ সেপ্টেম্বর উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ইউএনএফপিএ এবং ডব্লিউএফপি এর গণউন্নয়ন কেন্দ্র সংস্থার তত্বাবধানে পরিচালিত ‘উইমেন লিড কমিউনিটি সেন্টার’ পরিদর্শন করেন। এ সময় উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ ও উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মােরশেদ উপস্থিত ছিলেন।

[৬] কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক এসপি নাঈম উল হক ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সত্যতা নিশ্চিত করে জানান, নিশ্চিদ্রনিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাহার সফর সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়