শিরোনাম
◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল! ◈ পুলিশ সুপারের বাসভবনে আগুন ◈ ভারতীয় রাষ্ট্রদূত তলব : হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ 

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:০০ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্ল্যামার জগতে বিয়ে আর বিয়ে !

ইমরুল শাহেদ: নাট্যজন গ্রুপ থিয়েটারের অভিনেতা কবির একবার রসিকতা করে বলেছিলেন, ‘আচ্ছা চিত্রনায়িকারা বিয়ে করতে চান না কেন, নাকি তাদের কেউ বিয়ে করতে চান না। এদিক দিক থেকে আমাদের টিভির মেয়েরা বেশ ভাগ্যবান। বিয়ের বাজারে তাদের ব্যাপক চাহিদা। একেক জন তিন চারটা করে বিয়ে করে, তারপরও তারা থেমে থাকেন না।’ তিনি পপির বিয়ে নিয়ে আলোচনা করতে গিয়ে এ কথা বলেছিলেন। কথাটা তিনি রসিকতা করে বললেও তার কথাটি গ্ল্যামার জগতের ক্ষেত্রে অনেকটাই প্রযোজ্য বলা যায়। পপির বিয়ের গুঞ্জনও সম্প্রতি ব্যাপকভাবে চাউর হয়েছে।

যদিও বিয়ের বিষয়টি বরাবরই পপি অস্বীকার করে আসছেন। এই গুঞ্জন প্রবল হওয়ার আরেকটি কারণ হলো তিনি সকলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। যাহোক, অতি সম্প্রতি তৃতীয় বারের মতো বিয়ে করেন পরীমনি। তিনি হৃদি হকের ছবির কাজ করার সময় একজন সহকারী পরিচালককে বিয়ে করেন। কয়েকদিন পরই তার সেই বিয়ে ভেঙ্গে যায়। এখন তিনি ব্যাচেলর। অন্যদিকে ঢাকার গ্ল্যামার জগতে এখন চলছে বিয়ের সমারোহ। সম্প্রতি দ্বিতীয় বারের মতো দুই সন্তানের জনককে বিয়ে করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই বিয়েকে অনেকে রসিকতা করে বলছেন ‘প্যাকেজ বিয়ে’।

গায়িকা ন্যান্সি এবং টিভি অভিনেতা অপূর্বও তৃতীয় বারের মতো বিয়ে করেছেন। ন্যান্সি বিয়ে করেছেন একজন গীতিকারকে। অপূর্ব বিয়ে করেছেন একজন মার্কিন প্রবাসীকে। অপূর্বর যেমন আগের ঘরের সন্তান আছে তেমনি ন্যান্সিরও আগের ঘরের সন্তান আছে। বিয়ে করেছেন অভিনেতা নিলয় আলমগীর। তার প্রথম স্ত্রী ছিলেন মডেল ও অভিনেত্রী শখ। তাদের মধ্যে ডিভোর্স হওয়ার পর দুজনই দীর্ঘদিন আর বিয়ে করেননি। শখও সম্প্রতি বিয়ে করেছেন। উল্লিখিত এই বিয়েগুলো হয়েছে গত দুই তিন মাসের মধ্যেই। এই নিয়ে একজন প্রবীণ অভিনেতা বলেন, আসলে করোনা মহামারিতে কাজকর্ম বন্ধ থাকায় সকলে নিজেদের নিয়ে ভাবনার সুযোগ পেয়েছেন। এক এক করে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছেন। তবে প্রয়োজনের বাইরে কেউ কোনো কাজ করতে চান না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়