শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪১ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে ৪০ লাখ টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৪

এ.এইচ.সবুজ: [২] গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের মধ্য পানজোরা এলাকা হতে পুলিশ প্রায় ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে। এদিকে জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

[৩] পুলিশের হাতে গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাকির হোসেন। এদিকে গ্রেপ্তারকৃতরা হলো- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মধ্য পানজোরা এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে কামাল পাঠান মনজু (৩৮), মৃত আতাবর সিকদারের ছেলে মো. সজিব সিকদার (৩২), উপজেলার বাগদী এলাকার আব্দুল মান্নানের ছেলে মাসুম মিয়া (৩০) এবং তুমুলিয়া এলাকার মৃত ছফুর উদ্দিন শেখের ছেলে মো. ইয়াজ উদ্দিন শেখ (৪২)।

[৪] মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের মধ্য পানজোরা এলাকায় অভিযান চালিয়ে এই চারজনকে আটক করা হয়। সে সময় একজন পালিয়ে যায়। পরে গ্রেপ্তার ৪ জনের শরীরে তল্লাশি করে প্রায় ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।

[৫] গ্রেপ্তার কামাল পাঠানের কাছ থেকে ২০০ গ্রাম, সজিব সিকদারের কাছ থেকে ১০০ গ্রাম, মাসুম মিয়ার কাছ থেকে ৫০ গ্রাম এবং ইয়াজ উদ্দিন শেখের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এদিকে গ্রেপ্তার চারজনসহ পলাতক আসামি পানজোরা এলাকার মৃত হাসেম আলীর ছেলে আঃ ছালাম (৪৫) বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করে।

[৬] এ বিষয়ে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাকির হোসেন জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উপরোল্লেখিত গ্রেপ্তার ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার ১১(৯)২১। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়