আফরোজা সরকার: [২] রংপুরের কাউনিয়া কলেজ ও রেলকলোনীর সামনে ময়নার দীঘি থেকে ছলিম উদ্দিন(কর্মকার) (৫৫) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
[৩] স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে কাউনিয়া কলেজের সামনে ময়নার দীঘিতে একটি মরদেহ ভাসতে দেখে লোকজন থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেয়। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরীরা পুকুরে মরদেহটি উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন মরদেহ চিহ্নিত করেন।
[৪] নিহত ব্যক্তি উপজেলার হলদী বাড়ি এলাকার পরশ মন্ডলের ছেলে ছলিম উদ্দিন (কর্মকার)। সে কাউনিয়া তকিপল বাজারে কামারের কাজ করতো বলে লোকজন জানান।
নিহত ছলিম উদ্দিনের বোন আলেয়া বেগম বলেন, তার ভাইয়ের সাথে সর্বশেষ মাগরিবের নামাজের পর মোবাইলে কথা হয়েছে।
[৫] নাম প্রকাশ না করার শর্তে উপস্থিত একাধিক লোক বলেন, নিহত ছলিম প্রতি দিন সন্ধ্যার পর ষ্টেশনের পাশে ভাটিখানায় গিয়া মদ খায়। প্রতি দিনের ন্যায় আজ সেহয়তো একটু বেশি মদ খেয়ে আসার সময় পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারে নাই। কাউনিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে ও ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস