শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৯ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মদিনে পপিকে নিয়ে নেই কোনো প্রকাশ্য আয়োজন

ইমরুল শাহেদ: আজ ১০ সেপ্টেম্বর। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী পপির জন্মদিন। সকলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কেউ তাকে এ বছর ফুলেল শুভেচ্ছা জানাতে পারেননি। বলা যায় এক্ষেত্রে একটা ছন্দপতনই ঘটেছে। যারা ঘনিষ্ঠজন বা শুভানুধ্যায়ী ও ভক্ত তাদের কাছে পপিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একমাত্র প্ল্যাটফর্ম ফেসবুকই অবলম্বন হয়ে উঠেছে।

এই মাধ্যমটিতে অনেকেই তাকে সচিত্র শুভেচ্ছা জানিয়েছেন। পপির জন্মদিন কখনোই এতোটা সাদামাটা বা বিবর্ণ ছিল না। তার জন্মদিনে ঘরোয়া হলেও কোনো না কোনো আয়োজন থাকতো। ব্যতিক্রম হলো এই বছরই। তার পারিবারিক সূত্রে জানা গেছে, ‘এবার কোনো আয়োজন করা হয়নি।’ এর বেশি কোনো তথ্য তার পরিবারের কেউ দিতে চাননি।

ইস্কাটনের বাসায় থাকা পর্যন্ত পপির হদিস সবাই পেয়েছেন। এখান থেকে বাসা বদলের পরই তিনি সবার আড়ালে চলে যান। এমন কি ক্যারিয়ার গড়ার সময় তার পাশে যারা ছায়ার মতো থেকে তাকে সহায়তা করেছেন তাদের সঙ্গেও তিনি যোগাযোগ রাখেননি। হয়তো গ্ল্যামার জগতে তিনি আর ফিরবেন না। এজন্য কারো সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজনবোধ করছেন না। পপির ক্যারিয়ার যখন তুঙ্গে তখন তিনি জন্মদিন পালন করতেন অত্যন্ত জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। জন্মদিন পরিপূর্ণ হয়ে উঠতো চিত্রকর্মীদের উপস্থিতিতে।

তার প্রযোজক, পরিচালক এবং কলা-কুশলী ছাড়াও অন্যান্য চিত্রকর্মী উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানাতেন। কিন্তু চলচ্চিত্রশিল্প যখন ক্রমশ থিতিয়ে আসতে শুরু করে তখন চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানও গতি হারিয়ে ফেলে। পপির ক্ষেত্রেও তাই ঘটেছে। তিনি আড়ালে চলে যাওয়ার আগে পর্যন্ত জন্মদিনের জন্য খোলা ছিল তার ইস্কাটনের বাসার দুয়ার। তিনি না চাইলেও শুভাকাংখীরা ফুল নিয়ে উপস্থিত হয়ে যেতেন তার বাসায়। উৎসাহীরা এখন আর সেটা করতে পারছেন না। তিনি যদি আবার কখনো আড়াল ভেঙ্গে সকলের সামনে আসেন তখন তাকে নিয়ে সকলে আবার ছন্দে ফিরতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়