শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৭ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডকে ১৫৭ রানে হারিয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেলো ভারত

স্পোর্টস ডেস্ক: [২] তৃতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড দাপুটে জয় পেলেও চতুর্থ টেস্টে ছন্দ হারিয়ে ফেললো স্বাগতিকরা। ভারতের উজ্জীবিত বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ওভালে বিরাট কোহলির দল পেল ১৫৭ রানের দারুণ এক জয়। যে জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে গেল সফরকারীরা।

[৩] সিরিজের চতুর্থ টেস্টটিতে ইংল্যান্ডের সামনে ছিল ৩৬৮ রানের লক্ষ্য। যা ছুঁতে হলে রেকর্ড গড়তে হতো স্বাগতিকদের। এত রান তাড়ায় আগে কখনো জয় ছিল না দলটির। বিনা উইকেটে ৭৭ রান নিয়ে রোববার (৫ সেপ্টেম্বর) পঞ্চম ও শেষ দিনের ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। শেষ পর্যন্ত যারা ২১০ রানে অলআউট হয়েছে।

[৪] উদ্বোধনী জুটিতে ইংলিশরা ১০০ রান তুলে। ররি বার্নস ৫০ করে ফিরলে হাসিব হামিদের সঙ্গে তার জুটি ভাঙে। হাসিব ভারতীয় বোলারদের তৃতীয় শিকার হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করেন। এরপর ৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে ইংল্যান্ড।

[৫] ভারতের পক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন জাসপ্রিত বুমরাহ। জনি বেয়ারস্টোকে (০) যে বলে বোল্ড করেছেন, সেটা তো খেলা ছিল দুসাধ্য। তার অন্য শিকার অলি পোপ (২)। ২২ ওভার বল করে মাত্র ২৭ রান খরচায় ২ উইকেট নেন বুমরাহ। শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাদেজা নিয়েছেন ২টি করে উইকেট। উমেশ যাদব শেষ ৩ উইকেট নেন। শুক্রবার শুরু হতে যাওয়া পঞ্চম ও শেষ টেস্টে হার এড়াতে পারলেই ২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে ভারত। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়