শিরোনাম
◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ১২:৩৫ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুকুর-বিড়ালের জন্য ৪ কোটি ২৬ লাখ টাকায় বিমান ভাড়া!

নিউজ ডেস্ক: তালেবানদের হাতে আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা দখল হওয়ার পর পরেই বিদেশি ও অনেক আফগান নাগরিক দেশত্যাগ করছে। দেশটিতে নিরাপত্তাহীনতার কথা বিবেচনায় নিয়ে ২০০ পোষা প্রাণী (কুকুর-বিড়াল) সরিয়ে নিতে ৫ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা) বিমান ভাড়া করেন সাবেক ব্রিটিশ নৌ কর্মকর্তা পল পেন ফার্থিং (৫২)। কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের বাইরে বোমা বিস্ফোরণে সব ওলট-পালট হয়ে গেছে। এখন ওই পশুপ্রেমীকে কাবুলেই থাকতে হচ্ছে। আরটিভি

এ ব্যাপারে ৫২ বছর বয়সী এই সামারিক কর্মকর্তা টুইটারে জানান, বোমা হামলার আগেই আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে কুকুর-বিড়াল নিয়ে কাবুল ছাড়ার অপেক্ষায় ছিলেন পল। শেষ মুহূর্তে বাইডেন প্রশাসন কাবুল ছাড়ার ব্যাপারে নিয়মে পরিবর্তন আনে। ফলে ওই দিন তার কাবুল ছাড়ার পরিকল্পনা ভেস্তে যায়। বিমানবন্দর ছাড়ার সময় বিস্ফোরণের কবলে পড়েন পল।

পল কেন ব্রিটিশ সরকারের সহায়তায় বিমানবন্দর ছাড়লেন না প্রশ্ন উঠলে পল জানান, কাবুল বিমানবন্দর মার্কিনিদের নিয়ন্ত্রণে থাকায় তাদের নিয়ম-নীতি মানতে বাধ্য হয়েছেন পল।

আফগানের বিভিন্ন এলাকা থেকে অসহায় প্রাণীদের উদ্ধার করে কাবুলের কাছেই তার আশ্রমে রাখতেন পল। পোষা প্রাণীগুলো নিয়ে আফগান ত্যাগ করতে না পারার পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের খামখেয়ালিকে দায়ী করেছেন পল।

শেষ মুহূর্তে বাইডেন প্রশাসন কাবুল ছাড়ার ব্যাপারে নিয়মে পরিবর্তন আনায় পলের ভাড়া করা বিমানের ফ্লাইট বাতিল হয়ে যায়। পলকে আরেকটি বিমান দেয়া হবে। পল বিমানবন্দরে প্রবেশের অনুমতির পর বিমানটি কাবুলে অবতরণ করবে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়