শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ১২:৩৫ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুকুর-বিড়ালের জন্য ৪ কোটি ২৬ লাখ টাকায় বিমান ভাড়া!

নিউজ ডেস্ক: তালেবানদের হাতে আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা দখল হওয়ার পর পরেই বিদেশি ও অনেক আফগান নাগরিক দেশত্যাগ করছে। দেশটিতে নিরাপত্তাহীনতার কথা বিবেচনায় নিয়ে ২০০ পোষা প্রাণী (কুকুর-বিড়াল) সরিয়ে নিতে ৫ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা) বিমান ভাড়া করেন সাবেক ব্রিটিশ নৌ কর্মকর্তা পল পেন ফার্থিং (৫২)। কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের বাইরে বোমা বিস্ফোরণে সব ওলট-পালট হয়ে গেছে। এখন ওই পশুপ্রেমীকে কাবুলেই থাকতে হচ্ছে। আরটিভি

এ ব্যাপারে ৫২ বছর বয়সী এই সামারিক কর্মকর্তা টুইটারে জানান, বোমা হামলার আগেই আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে কুকুর-বিড়াল নিয়ে কাবুল ছাড়ার অপেক্ষায় ছিলেন পল। শেষ মুহূর্তে বাইডেন প্রশাসন কাবুল ছাড়ার ব্যাপারে নিয়মে পরিবর্তন আনে। ফলে ওই দিন তার কাবুল ছাড়ার পরিকল্পনা ভেস্তে যায়। বিমানবন্দর ছাড়ার সময় বিস্ফোরণের কবলে পড়েন পল।

পল কেন ব্রিটিশ সরকারের সহায়তায় বিমানবন্দর ছাড়লেন না প্রশ্ন উঠলে পল জানান, কাবুল বিমানবন্দর মার্কিনিদের নিয়ন্ত্রণে থাকায় তাদের নিয়ম-নীতি মানতে বাধ্য হয়েছেন পল।

আফগানের বিভিন্ন এলাকা থেকে অসহায় প্রাণীদের উদ্ধার করে কাবুলের কাছেই তার আশ্রমে রাখতেন পল। পোষা প্রাণীগুলো নিয়ে আফগান ত্যাগ করতে না পারার পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের খামখেয়ালিকে দায়ী করেছেন পল।

শেষ মুহূর্তে বাইডেন প্রশাসন কাবুল ছাড়ার ব্যাপারে নিয়মে পরিবর্তন আনায় পলের ভাড়া করা বিমানের ফ্লাইট বাতিল হয়ে যায়। পলকে আরেকটি বিমান দেয়া হবে। পল বিমানবন্দরে প্রবেশের অনুমতির পর বিমানটি কাবুলে অবতরণ করবে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়