শিরোনাম
◈ পর্তুগালের নতুন আইন, অভিবাসীদের জন্য দুঃসংবাদ  ◈ নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত নয়—গণমাধ্যমকে সতর্ক করলেন ইসি সচিব ◈ ব্রাদার্স ইউ‌নিয়ন‌কে ৫-১ গো‌লে হারা‌লো বসুন্ধরা কিংস  ◈ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোয়  'ক্লাস ও পরীক্ষা বন্ধ'  ◈ একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: প্রস্তুত ৪২ হাজার ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৮ হাজারের বেশি ◈ কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ◈ চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল ◈ দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা শক্তিশালী করতে সরকারের নতুন পরিকল্পনা ◈ খালেদা জিয়ার জন্য সারাদেশে বিশেষ দোয়া ◈ কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা রয়েছে

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ০২:৩২ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘সারাবিশ্ব আমাদের বোকা ভাবছে’, বাইডেনের আফগান নীতির কড়া নিন্দা ট্রাম্পের

রাশিদুল ইসলাম : [২] আফগান পরিস্থতির জন্যে মার্কিন প্রসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এজন্য বাইডেনের নীতিই দায়ী। ট্রাম্প বলেছেন, সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। গোটা বিশ্ব আমাদের বোকা মনে করছে, ভাবছে আমরা দুর্বল। এটা অত্যন্ত হতাশার। ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যে, যতটা সম্ভব ততটাই খারাপ অবস্থায় রয়েছি আমরা। এরকম হতে পারে দু’সপ্তাহ আগেও তা কেউ ভাবতে পারেনি। ৩১শে আগস্টের মধ্যে আমাদের সেদেশ ছাড়তে হবে, তালিবানরা নির্দেশ দিচ্ছে, নয়তো পরিণতি ভয়ঙ্কর। অবিশ্বাস্য।

[৪] তালিবানদের এই হুমকি অবাক করেছে ট্রাম্পকে। ট্রাম্প মনে করছেন, মনে হয় বাইডেন সেদেশে কয়েক কোম্পানি সেনা রাখতে প্রস্তুত ছিলেন। কিন্তু তালিবানরা রাজি নয়। ওরা বলেছে সেনা না চলে গেলে পরিণতি ভয়ঙ্কর হবে। এটা কীধরণের কথা? আফগানিস্তানে সেনার অবস্থান নিয়ে বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত বিব্রতকর। এধরণের বিষয়ের সম্মুখীন যুক্তরাষ্ট্র প্রথম হল বলে মনে করছেন ট্রাম্প।

[৫] ট্রাম্প দাবি করেন তার শাসনামলে তালিবানরা আফগানিস্তানে দাঁত ফোটাতেও দু’বার ভাবতো। কড়া চুক্তি ও তুখোর প্রশাসনিক সিদ্ধান্তের জেরেই এই অবস্থা বিরাজ করত। তালিবানদের অযথা বিশ্বাসেরও কোনও কারণ নেই। বাইডেন সবার আগে সেনা প্রত্যাহারের ঘোষণা করেই ভুল করেছে বলে দাবি করেন ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়