শিরোনাম
◈ গাজা উদাহরণ টেনে বাংলাদেশকে ‘সবক শেখানো’র হুমকি, শুভেন্দুকে ঘিরে তীব্র সমালোচনা ◈ ওসমান হাদি হত্যার মূল ২ আসামি ভারতে পালিয়েছে, মেঘালয়ে গ্রেপ্তার ২: ডিএমপি ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৪:১১ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যান্সি জানালেন, 'গট এনগেজড'

বিনোদন ডেস্ক: প্রায় এক মাস আগে গায়িকা জানিয়েছিলেন, আবারও বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী সেপ্টেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন।  তবে কাকে বিয়ে করছেন এ বিষয়ে তখন মুখ খোলেননি তিনি।

সেপ্টেম্বর আসার আগেই ন্যানসি ফেসবুকে জানিয়ে দিলেন তিনি এখন আর সিঙ্গেল নন। ২৩ আগস্ট রাতে ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘গট এনগেজড’ দিয়েছেন জনপ্রিয় এই গায়িকা। রিলেশনশিপ স্ট্যাটাসে প্রকাশ করেছেন ভালোবাসার মানুষের নামও-মহসিন মেহেদী। সেই আইডিতে গিয়ে প্রোফাইলে দেখা যায় দুজনের আংটি বদলের ছবি।

এর ​আগে গত মাসের ২৮ জুলাই নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিচ্ছেদের খবর জানিয়েছিলেন সংগীতশিল্পী ন্যান্সি। বলেছিলেন, দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি, বিচ্ছেদ কখনো মধুরও হয়।

পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, খুব শিগগিরই নতুন জীবন শুরু করতে যাচ্ছি। একা থাকা আসলেই সম্ভব না। বলা সহজ কিন্তু বাস্তবেই একা থাকা সম্ভব না। তাই আমি নতুন একটি পথের যাত্রা শুরু করার কথা ভাবছি। খবর সময় টিভি, ঢাকা পোস্ট

ব্যক্তিগত জীবন নিয়ে লম্বা সময় ধরে আলোচনায় ন্যান্সি। গেল ২৫ এপ্রিল একটি স্ট্যাটাস দিয়েছিলেন ন্যান্সি। লিখেছিলেন, আমি এবং জায়েদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যা সন্তান নায়লা তার বাবার সাথেই থাকে। নায়লাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত এককভাবে জায়েদের।

এর আগে ২০০৬ সালে ভালোবেসে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন ন্যান্সি। ৬ বছরের সংসারের ইতি টানেন ২০১২ সালের ২৪ মে। এরপর ২০১৩ সালের ৪ মার্চ বিযে করেন নাজিমুজ্জামান জায়েদ। জায়েদের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশে পর ন্যান্সি এক সাক্ষাৎকারে জানান, আগামী সেপ্টেম্বরে বিয়ে করবেন। বেশ ধুমধাম করেই তৃতীয় বিয়ে করবেন ন্যান্সি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়