এইচ এম মিলন : [২] এসময় আগুন নেভাতে গিয়ে এক মহিলা পুড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। তাকে মাদারীপুর সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা এনায়েতরগর এলাকার মাঝারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তবে রান্নাঘর থেকে এ আগুনের সুত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
[৩] সরেজমিন ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, মাঝারিকান্দি গ্রামের ভুমিহীন কৃষক আয়নাল কল্লার দুটি ছাগল, একটি রান্নাঘর, লালমিয়ার একটি বসতঘর, রাজিবের একটি বসতঘর, একটি গোয়ালঘর, একটি লাকড়ির ঘর ও একটি রান্নাঘরে আগুন লাগে। পরে স্থানীয় লোকজনের দুই ঘন্টাব্যাপী প্রানপন চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। ততক্ষনে আগুনে সব পুড়ে যায়। এতে করে প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানান।
[৪] ভুক্তভোগী রাজিব বলেন, আমাদের এখন সব শেষ। আমরা পুরোপুরিভাবে নিঃস্ব হয়ে গেছি।
[৫] এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারদের সহযোগী করা হবে।