শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ১২:১৩ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালী বেগমগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

মাহবুবুর রহমান: [২] নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৭) জোরপূর্বক তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] শনিবার (২১ আগস্ট) ভোরে চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হচ্ছে- শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আব্দুর রহমান(২৮) ও একই এলাকার দুলালের ছেলে ইব্রাহিম (২২)। এরআগে শুক্রবার রাতে ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

[৫] মামলার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশ্ববর্তী এক বান্ধবীর কাছ থেকে অনলাইনে পরীক্ষার নোট নেওয়ার জন্য যাওয়ার পথে আব্দুর রহমান তাকে মুখ চেপে ধরে রাস্তা থেকে নির্মাণাধীন একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। পরে ওইস্থানে তাকে জোরপূর্বক হাত বেঁধে ধর্ষণ করে। এসময় রহমান মোবাইলে তার বন্ধু ইব্রাহিমকে ডেকে আনেন। পরে তারা ২জনে পালাক্রমে তাকে পুনঃরায় ধর্ষণ করে এবং ধর্ষনের ভিডিও মোবাইলে ধারণ করে। ভিডিও মোবাইলে ধারণের পর এভাবে দুজন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পালাক্রমে তাকে ধর্ষণ করে। মাগরিবের আজানের পর আব্দুর রহমান ভিকটিমের কানে থাকা স্বর্ণের দুল ও নাকফুল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তাকে ঘর থেকে বাহির করে দেন।

[৬] পরে ঘটনাটি ভিকটিম বাড়িতে গিয়ে তার মা-বাবাকে জানালে শুক্রবার রাতে তার বাবা থানায় গিয়ে মামলা দায়ের করেন।

[৭] বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করলে আমরা বিশেষ অভিযান পরিচালনা শনিবার ভোরে অভিযুক্তদের গ্রেপ্তার করি। দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এইদিকে ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়