শিরোনাম
◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু ◈ কলকাতায় সাইনবোর্ডে বাংলায় নাম লেখা বাধ্যতামূলক, না মানলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের ◈ জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকায় নৌকাডুবিতে নিহত চিকিৎসকের মরদেহ উদ্ধার

আল আমীন: [২] ময়মনসিংহের ভালুকায় খিরু নদীতে ট্রলার ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় অমিত রায় নামে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

[৩] বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন।

[৪] তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের উরাহাটি গ্রামের ত্রিমোহনী সংলগ্ন খিরু নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। পরে রাত সোয়া ১২ টার দিকে তানভীর নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ হওয়া চিকিৎসক অমিত রায়কে পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ১২টার দিকে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়।

[৫] বুধবার কাল সাড়ে ৯টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আবারও উদ্ধার অভিযান চালায়। দুপুর দেড়টার দিকে মরদেহ পাওয়া যায়।

[৬] এ বিষয়ে ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের উদ্যোগে আনন্দ ভ্রমণে অন্তত ২০ জনের একটি টিম নৌকা ভাড়া করে খিরু নদীতে বের হন। ভ্রমণ শেষে ফেরার পথে একটি বালুবোঝাই ট্রলার ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়।

[৭] নৌকার যাত্রীদের বেশ কয়েকজনকে স্থানীয় লোকজন উদ্ধার করেছে। এ ছাড়া কেউ কেউ সাঁতরে নদীর তীরে এসেছেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অমিত রায় ও তানভীর নামে একজন যুবক নদীর তীরে আসতে পারেননি। রাতে তানভীরের মরদেহ উদ্ধার হলেও আজ দুপুরে ওই চিকিৎসকেরও মরদেহও পাওয়া গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়