শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকায় নৌকাডুবিতে নিহত চিকিৎসকের মরদেহ উদ্ধার

আল আমীন: [২] ময়মনসিংহের ভালুকায় খিরু নদীতে ট্রলার ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় অমিত রায় নামে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

[৩] বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন।

[৪] তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের উরাহাটি গ্রামের ত্রিমোহনী সংলগ্ন খিরু নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। পরে রাত সোয়া ১২ টার দিকে তানভীর নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ হওয়া চিকিৎসক অমিত রায়কে পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ১২টার দিকে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়।

[৫] বুধবার কাল সাড়ে ৯টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আবারও উদ্ধার অভিযান চালায়। দুপুর দেড়টার দিকে মরদেহ পাওয়া যায়।

[৬] এ বিষয়ে ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের উদ্যোগে আনন্দ ভ্রমণে অন্তত ২০ জনের একটি টিম নৌকা ভাড়া করে খিরু নদীতে বের হন। ভ্রমণ শেষে ফেরার পথে একটি বালুবোঝাই ট্রলার ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়।

[৭] নৌকার যাত্রীদের বেশ কয়েকজনকে স্থানীয় লোকজন উদ্ধার করেছে। এ ছাড়া কেউ কেউ সাঁতরে নদীর তীরে এসেছেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অমিত রায় ও তানভীর নামে একজন যুবক নদীর তীরে আসতে পারেননি। রাতে তানভীরের মরদেহ উদ্ধার হলেও আজ দুপুরে ওই চিকিৎসকেরও মরদেহও পাওয়া গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়