শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান থেকে কেউ বাংলাদেশে আসবে, এ আশংকা অমূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

মিনহাজুল আবেদীন: [২] আফগানিস্তানে ক্ষমতার পালাবদলে আফগানদের দেশ ছাড়া এবং তাদের কাউকে কাউকে বাংলাদেশে আশ্রয় দেয়ার প্রস্তারের প্রেক্ষিতে আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন। ডিবিসি টিভি

[৩] মঙ্গলবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি আরও বলেন, চন্দ্রিমা উদ্যানে বিএনপির কর্মীরা প্রথমে পুলিশের ওপর হামলা চালায়। জবাবে টিয়ার শেল ছোঁড়ে পুলিশ।

[৪] তিনি বলেন, আফগানিস্তান থেকে আমাদের দূরত্ব ১ হাজার মাইল। মাঝখানে আরো্ দুটি দেশ রয়েছে। আমাদের প্লেন চলাচল বন্ধ রয়েছে, তাহলে কি হেঁটে হেঁটে গিয়েছেন? সুতরাং সেখান থেকে এখানে চলে আসবে, এ ধরনের চিন্তা করাটা অমূলক। ঢাকা পোস্ট

[৫] বাংলাদেশের অনেকেই আফগানিস্তানে গেছে, এ ধরনের কথা উঠছে, এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো অমূলক। আমার মনে হয় যারা বলছেন, যারা সন্দেহ করছেন, তাদের সন্দেহটি সঠিক নয়। এখন সবকিছু বন্ধ। যেখানে আমাদের এয়ার সার্ভিস বন্ধ, যেখানে আমাদের কোনো যাতায়াতের বাহন নেই, তাহলে কি হেঁটে হেঁটে গিয়েছেন? আমার সেখানেই প্রশ্ন। যারা বলছেন, তারা হয়তো চিন্তা না করেই, বাস্তবতার কথা না মনে করেই তারা একটা। বাংলানিউজ ২৪

[৬] তিনি বলেন, আমরা বলছি আপনারা যেটা মনে করছেন, সেখানে আমাদের দেশের মানুষ যারা ইসলামিক মনোভাবের, তারা কখনোই জঙ্গিবাদ ও উগ্রবাদকে আশ্রয়-প্রশয় দেয়নি, পছন্দও করেনি। কাজেই সেখানে কী হচ্ছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমাদের দেশে কী হবে সেটি নিয়ে আমাদের একটি সরকার আছে, প্রধানমন্ত্রী আছেন, তার নির্দেশনায় আমরা কাজ করছি। বাংলা ট্রিবিউন

[৭] আফগান শরণার্থীদের গ্রহণ না করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আফগান শরণার্থী রয়েছে এক হাজার কিলোমিটার দূরে। আমরা রোহিঙ্গা ও পাকিস্তানি শরণার্থী নিয়ে আছি। কাজেই আফগান শরণার্থী আমাদের কাছে কোনো প্রসঙ্গ নয়। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়