শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ০৪:০৭ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরিফুল হাসান: আর মাত্র ১০ টা বছর যদি বঙ্গবন্ধু রাষ্ট্র চালাতে পারতেন তাহলে হয়তো ভিন্ন এক বাংলাদেশ পেতাম আমরা!

শরিফুল হাসান: কালো পোশাক, ফেসবুক কিংবা শহরজুড়ে পোস্টার ও ব্যানার, গরু জবাই কিংবা বিরিয়ানি! এগুলো খুব সহজে দেখা যায়, দেখানো যায়। এইসব কাজ দিয়ে শোক প্রকাশ করা যতোটা সহজ, বুকের মধ্যে বঙ্গবন্ধু শব্দটা রাখা, বঙ্গবন্ধুর আদর্শের চর্চা, সেই তুলনায় একটু কঠিন। আফসোস, এই দেশে রাজনৈতিক নেতা থেকে শুরু করে আমলা কিংবা নানা পেশাজীবী লোকজন আমরা শোক প্রকাশের জন্য সহজ পথটা বেছে নেন। সেই তুলনায় বঙ্গবন্ধুর আদর্শের চর্চাকারী কম। অথচ এই আদর্শের চর্চা করতে না পারলে বঙ্গবন্ধুর প্রতি সত্যিকারের শ্রদ্ধা দেখানো হয় না। প্রশ্ন উঠতে পারে বঙ্গবন্ধুর আদর্শ কী? আমি তো বলবো বঙ্গবন্ধুর আদর্শ মানে তার দেশপ্রেম, তার অপোষহীনতা, তার সততা, সবসময় মানুষের কথা ভাবা, মানুষের জন্য অসীম ভালোবাসা। আফসোস,গত ১২ বছরে মুখে মুখে বঙ্গবন্ধুর কথা বলা লোকের সংখ্যা হুহু করে বাড়লেও বাস্তবে বঙ্গবন্ধুর আদর্শ চর্চার লোক কতোটা বেড়েছে তা নিয়ে প্রশ্ন তুলতে হয়। আসলে মুখে বঙ্গবন্ধু বলার চেয়ে অন্তরে বঙ্গবন্ধুর আদর্শধারী লোকের সংখ্যা বাড়লে তো এতো দুর্নীতি হতো না, অসততা হতো না, বিদেশে টাকা পাচার হতো না। বঙ্গবন্ধু তো এগুলো করেননি। অথচ আজ হরহামেশা সেগুলোই হচ্ছে। অথচ বঙ্গবন্ধুর আদর্শের চর্চা করলে এগুলো হওয়ার কথা নয়।

আমরা অনেক সময় ভুলে যাই বঙ্গবন্ধু কতো বড় নেতা! শুধু বাংলায় কেন এই গোটা পৃথিবীতে খুব বেশি নেই যিনি একটা জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েই ক্ষান্ত থাকেননি দিনের পর দিন লড়াই সংগ্রাম করে গেছেন স্বাধীনতার জন্য এবং সত্যি সত্যি তিনি সেই দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন! আমরা বড় অভাগা জাতি এমন বিশ্বনেতাকে স্বাধীনতার মাত্র চার বছরের স্বপরিবারে মাথায় হত্যা করেছিলো এই দেশেই। যে পাকিস্তানিরাও সাহস করেনি তাকে হত্যা করতে, স্বাধীন দেশে সেই বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়েছিলো। ওই যে আদর্শের কথা বলছিলাম সে আদর্শ দুর্বল ছিলো বলেই খন্দকার মোশতাক যুক্ত ছিলো এই হত্যাকাণ্ডে। আদর্শ দুর্বল ছিলো বলেই বঙ্গবন্ধু হত্যার পর তার মন্ত্রিসভার ২১ জন যোগ দিয়েছিলেন খন্দকার মোশতাকের মন্ত্রিসভায়। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা বাঙালি জাতির মহাকলঙ্ক। আর সেই কলঙ্ক তো এখানেই শেষ নয়! সভ্য দুনিয়ার যে কোন খুনের বিচার হয়। আর বাংলাদেশে সেই খুনিদের পুরুস্কৃত করেছে। বঙ্গবন্ধুর ১২ খুনিকে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসে চাকুরি দেওয়া হয়েছে। আরও ভয়ঙ্কর হলো খুনীদের যেন বিচার না হয় সেজন্য ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশ জারি করা হয়েছে।

১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত যারাই ক্ষমতায় ছিলো সবাই এই কালো আদেশ বহাল রেখেছে। বহাল রেখেছে খুনিদের চাকুরিও। আর এই সময়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে নানা ধরনের মিথ্যা ছড়ানো হয়েছে। রাষ্ট্রীয়ভাবে টানা ২১ বছর তো বঙ্গবন্ধুর নামটাও নেয়া যেতো না। আসলে ১৫ আগস্ট তো শুধু জাতীয় শোক দিবস নয়, দিনটা একইসঙ্গে মনে করিয়ে দেয় বাঙালি অকৃতজ্ঞ জাতি। অথচ ১৫ আগস্ট কালো রাতে যদি বঙ্গবন্ধুকে হায়েনারা হত্যা করতে না পারতো, আর মাত্র ১০ টা বছর যদি বঙ্গবন্ধু রাষ্ট্র চালাতে পারতেন তাহলে হয়তো ভিন্ন এক বাংলাদেশ পেতাম আমরা! তবে আশার কথা হলো ক্ষমতার লোভে নয় বরং বিনম্র ভালোবাসায় শত প্রতিকূলতার মধ্যেও এদেশের একদল মানুষ বুকের মধ্যে সযত্নে বঙ্গবন্ধুকে লালন করেছে। আজ শোকের দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গবন্ধুসহ নিহত সবাইকে। আজকের সকালে আপনাকে স্যালুট হে নেতা! যতোদিন এই বাংলাদেশ থাকবে, ততোদিন থাকবেন বঙ্গবন্ধু। আর সে কারণেই বাঙালি কবি এবং প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের কথাগুলো বলতে হয়- যতোকাল রবে পদ্মা যমুনা গৌরি মেঘনা বহমান/ ততোকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়