শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৯:০৭ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হলি আর্টিজান নিয়ে বলিউডে সিনেমা তৈরি না করতে আইনি নোটিশ পাঠিয়েছেন নিহত অবিন্তা কবিরের মা

সমীরণ রায়: [২] বাংলাদেশের হলি আর্টিজান ট্রাজেডি নিয়ে ভারতের বলিউডে চলচ্চিত্র নির্মাণ না করতে সংশ্লিস্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ, চলচ্চিত্র নির্মাতা ভূষণ কুমার হানসাল মেহেতাসহ সংশ্লিস্টদের এই নোটিশ দেওয়া হয়েছে।

[৩] হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা ‘অবিন্তা কবির ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক মিসেস রুবা আহমেদের পক্ষে ল’ ফার্ম লিগ্যাল কাউন্সিল থেকে ব্যারিস্টার মিতি সানজানা গত বৃহষ্পতিবার এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশে ওই ঘটনায় কোনো চলচ্চিত্র নির্মাণ না করতে অনুরোধ জানিয়ে বলা হয়েছে, নোটিশ পাওয়ার পরও চলচ্চিত্র নির্মাণ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

[৪] এতে বলা হয়, ২০১৬ সালের পহেলা জুলাই বাংলাদেশের হলি আর্টিজান রেস্তোরায় সংঘটিত মর্মান্তিক জঙ্গি হামলা হয়। ওই ঘটনায় অবিন্তা কবিরসহ ২৪ জন নিহত হয়। এ ঘটনা নিয়ে ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা হানসাল মেহেতা সম্প্রতি একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন।

[৫] এতে আরও বলা হয়, মিসেস রুবা আহমেদের সন্তানের এই বেদনাদায়ক মৃত্যুতে তার পরিবারের সদস্যরা প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে দিনযাপন করছেন। হলি আর্টিজানকে কেন্দ্র করে এ ধরনের সিনেমা নির্মাণের মাধ্যমে সে সব ঘটনা আবার জনগণের মাঝে প্রচার করলে, তা কেবল সেই দুর্ঘটনার করুণ এবং কষ্টদায়ক স্মৃতিগুলোকেই আবার জাগিয়ে তুলবে। এই পরিস্থিতিতে চলচ্চিত্র নির্মাণ কোনভাবেই কাম্য নয়। এটি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম নষ্ট করবে। যার নেতিবাচক প্রভাব গোটা বাংলাদেশের আর্থ সামাজিক, রাজনৈতিক পরিস্থিতিকে চরম ক্ষতির মুখে ঠেলে দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়