মনোয়ার হোসাইন: [২] কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় ৫৬৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
[৩] শুক্রবার সকালে (১৩ আগস্ট) সকালে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান আমাদের নতুন সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন , মারা যাওয়া ছয়জনই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তাদের মধ্যে তিনজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।
[৪] এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৬৫ জনের। জেলায় মোট মারা গেছেন ১৯১ জন। এ দিন সুস্থ হয়েছেন ৮৬ জন। তবে জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
[৫] জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে আরো জানা যায়, কিশোরগঞ্জে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৬৫ জন। তাদের মধ্যে ৭ হাজার ৪৪৪ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাকিরা আইসোলেশনে কিংবা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় শিশু, যুবকসহ বিভিন্ন বয়সের ১৯১ জনের মৃত্যু হয়েছে।
[৬] শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে বর্তমানে শনাক্ত এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৪ জন। এদের মধ্যে সাতজন আইসিইউতে এবং ১১ জন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় নতুন ২৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ২৩ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।
[৭] শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা শীর্ষে অবস্থান করছে।