শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ০৮:৫৮ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানালেন রাহুল গান্ধী

রাশিদুল ইসলাম : [২] ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা পুনর্বহাল করাসহ সেখানে অবাধ ও সুষ্ঠু বিধানসভা নির্বাচন পরিচালনা করার দাবি জানিয়েছেন।তিনি মঙ্গলবার শ্রীনগরে এ মন্তব্য করেন। ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] রাহুল গান্ধী বিরোধীদের কণ্ঠ দমন করার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ‘যখনই আমরা পেগাসাস স্পাই ওয়্যার ইস্যু এবং জম্মু-কাশ্মীর ইস্যু উত্থাপন করেছি, আমাদের কণ্ঠস্বর থামিয়ে দেওয়া হয়েছে।’

[৪] রাহুল বলেন, আমারও মধ্যেও কিছুটা কাশ্মীরিয়াত আছে। রাহুল বলেন, গুলামনবী আজাদজী (কংগ্রেসের সিনিয়র নেতা) আমাকে সংসদে কাশ্মীর ইস্যু উত্থাপন করতে বলেছিলেন কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে, আমাদের এ বিষয়ে কথা বলতে দেওয়া হয়নি। পেগাসাস, দুর্নীতি এবং বেকারত্বের মতো অনেক বিষয় আছে যা আমি উত্থাপন করতে চেয়েছিলাম কিন্তু কথা বলার সুযোগ দেওয়া হয়নি।

[৫] রাহুল গান্ধী বলেন, আজ এটা শুধু জম্মু-কাশ্মীরের নয়, সব প্রতিষ্ঠানের কথা। বিচার বিভাগের মতো রাজ্যসভা ও লোকসভায় হামলা হচ্ছে। মিডিয়া সত্য প্রকাশ করতে পারছে না। তাদেরকে দমন করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তারা ভীত। তারা আশঙ্কা করছে যে তারা যদি সত্যি ঘটনা সম্পর্কে রিপোর্ট করে তাহলে তাদের চাকরি হারাতে হবে।
[৬] রাহুল গান্ধী ওইদিন ক্ষীর ভবানী মন্দির, মীর বাবা হায়দর দরগাহ ও বিখ্যাত হজরতবাল দরগাহে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়