শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ০৮:৫৮ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানালেন রাহুল গান্ধী

রাশিদুল ইসলাম : [২] ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা পুনর্বহাল করাসহ সেখানে অবাধ ও সুষ্ঠু বিধানসভা নির্বাচন পরিচালনা করার দাবি জানিয়েছেন।তিনি মঙ্গলবার শ্রীনগরে এ মন্তব্য করেন। ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] রাহুল গান্ধী বিরোধীদের কণ্ঠ দমন করার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ‘যখনই আমরা পেগাসাস স্পাই ওয়্যার ইস্যু এবং জম্মু-কাশ্মীর ইস্যু উত্থাপন করেছি, আমাদের কণ্ঠস্বর থামিয়ে দেওয়া হয়েছে।’

[৪] রাহুল বলেন, আমারও মধ্যেও কিছুটা কাশ্মীরিয়াত আছে। রাহুল বলেন, গুলামনবী আজাদজী (কংগ্রেসের সিনিয়র নেতা) আমাকে সংসদে কাশ্মীর ইস্যু উত্থাপন করতে বলেছিলেন কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে, আমাদের এ বিষয়ে কথা বলতে দেওয়া হয়নি। পেগাসাস, দুর্নীতি এবং বেকারত্বের মতো অনেক বিষয় আছে যা আমি উত্থাপন করতে চেয়েছিলাম কিন্তু কথা বলার সুযোগ দেওয়া হয়নি।

[৫] রাহুল গান্ধী বলেন, আজ এটা শুধু জম্মু-কাশ্মীরের নয়, সব প্রতিষ্ঠানের কথা। বিচার বিভাগের মতো রাজ্যসভা ও লোকসভায় হামলা হচ্ছে। মিডিয়া সত্য প্রকাশ করতে পারছে না। তাদেরকে দমন করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তারা ভীত। তারা আশঙ্কা করছে যে তারা যদি সত্যি ঘটনা সম্পর্কে রিপোর্ট করে তাহলে তাদের চাকরি হারাতে হবে।
[৬] রাহুল গান্ধী ওইদিন ক্ষীর ভবানী মন্দির, মীর বাবা হায়দর দরগাহ ও বিখ্যাত হজরতবাল দরগাহে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়