শিরোনাম
◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন” ◈ ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার (ভিডিও) ◈ ট্যাক্স ছাড়া প্রবাসীরা কয়টি মোবাইল আনতে পারবেন, জানাল সরকার ◈ অগ্নিকাণ্ড পরবর্তী ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কাস্টমসের তৎপরতা: কুরিয়ার সার্ভিস নিয়ে ব্যবসায়ীদের চরম হতাশা ◈ সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ইসি সচিব: লক্ষ্য সেরা নির্বাচন

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ১২:২৯ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ১২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামাসকে সমর্থন করায় ৬৯ জনকে কারাদণ্ড দিলো সৌদি

নিউজ ডেস্ক: সৌদি আরবের একটি ক্রিমিনাল কোর্ট রোববার দেশটিতে হামাসের সাবেক একজন প্রতিনিধিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। মোহাম্মদ আল-খুদরীর বিরুদ্ধে অভিযোগ তিনি ‘হামাসকে সমর্থন’ করেন। তার ভাই আব্দেল-মাজেদ আল-খুদরী বলেন, ক্ষমা পাওয়ায় সাড়ে সাত বছর সাজা খাটতে হবে তার ভাইকে। খবর আল আরাবির। আরটিভি

মোহাম্মদের ছেলে হানি আল-খুদরীকেও তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছেন আব্দেল-মাজেদ। গাজার শাসক গোষ্ঠী হামাসকে আর্থিক সহায়তা দেয়ায় যে ৬৯ জন ফিলিস্তিনি এবং জর্ডানি বন্দিকে বিচারের মুখোমুখি হতে হয়েছে মোহাম্মদ এবং হানি তাদের অন্তর্ভুক্ত।

৮২ বছর বয়সী মোহাম্মদ একজন বর্ষীয়ান হামাস নেতা। দুই দশক ধরে তিনি সৌদি আরবের সঙ্গে হামাসের সম্পর্ক বজায় রাখার দায়িত্ব পালন করে আসছিলেন। ফেব্রুয়ারি মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, মোহাম্মদের সার্জারি হয়েছে। ২০১৯ সালের ৪ এপ্রিল যখন তাকে ছেলেসহ গ্রেপ্তার করা হয় তখন মোহাম্মদ প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা করাচ্ছিলেন।

এসময় মোহাম্মদ এবং তার ছেলে হানিকে মুক্তি দিতেও আহ্বান জানায় অধিকার গ্রুপটি। এদিকে রোববারের ওই রায়ের পর কোনও মন্তব্য করেনি হামাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়