নোয়াখালী প্রতিনিধি : [২] নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭২তম জন্মদিন পালন করতে গিয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী ও তার পরিবার আওয়ামী লীগ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।
[৩] বৃহস্পতিবার দুপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ওই অনুষ্ঠান পরিচালনা করছিলেন।
[৪] অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।
[৫] অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনাম সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান এ কেএম সামছুউদ্দিন জেহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা লিটন, আবদুল মমিন বিএসসি, সদর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমান নাছের , নোয়াখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. গুলজার হোসেন জুয়েল, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট প্রমুখ।