শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০৪:১৭ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চিত্রনায়িকা পরীমনি আটক

মাসুদ আলম ও মিনহাজুল আবেদীন: [২] বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিসহ তিনজনকে আটক করে র‌্যাব। এর আগে বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান শুরু করে র‌্যাব।

[৩] এ সময় তার বাসার কেবিনেট থেকে বিদেশি মদ, এলএসডি এবং আইস উদ্ধার করা হয়েছে। পরে তার ড্রয়িং রুমের কাভার্ড, শো-কেস, ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল এবং টয়লেট থেকে বিপুল সংখ্যক মদের বোতল উদ্ধার করা হয়েছে।

[৪] রাত ৮টার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। বনানী থানায় মাদক মামলার পর আজ তাদের ঢাকা মহনগর হাকিম আদালত তোলা হবে।

[৫] র‌্যাবের এক কর্মকর্তা বলেন, পরীমনির বাসায় দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের মদ ছিলো, যা বাংলাদেশে খুব কমই আমদানি হয়। তার বাসায় প্রতিরাতেই বসতো মদের আসর।

[৬] র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, বাসা থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিস্তারিত জানানো হবে।

[৭] র‌্যাবের এক কর্মকর্তা বলেন, পরীমনির বাসায় বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়া গেছে। র‌্যাবের সদরদপ্তরে নিয়ে যাওয়া পর। সেখানে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের ব্রিফ করবে র‌্যাব।

[৮] এর আগে র‌্যাবের অভিযান দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমনি। তিনি লাইভে অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। তারা তার দরজায় নক করছে। কলিং বেল দিচ্ছেন।

[৯] র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

[১০] এদিকে র‌্যাব সদরদপ্তরে পরীমনির জিজ্ঞাসাবাদ চলছে।

 

[১১] এদিকে পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়ে গেছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

[১২] সম্প্রতি রাজধানী থেকে পিয়াসা ও মৌ নামে দুই মডেল গ্রেপ্তার হয়েছেন। তাদের বাসায় বিপুল মাদক ও ইয়াবা পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়