শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০২:১৭ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিকে ২৫ বছর পর ইসরায়েলের জাতীয় সঙ্গীত চুরির দায়ে ধরা পড়লেন আনু মালিক

নিউজ ডেস্ক: এবারের টোকিও অলিম্পিক গেমসে ইসরায়েলের হয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো সোনা জিতেছেন ওর্টেম ডোলগোপ্যাট। জিমন্যাস্টিক বিভাগে নিজের ইভেন্টে সেরা হয়েছেন তিনি। তবে তার এই সোনার মেডেল ভারতীয় সুরকার আনু মালিককে দেওয়ার দাবি উঠেছে অনলাইনে।

ওর্টেম ডোলগোপ্যাট পদক নেওয়ার জন্য মঞ্চে ওঠার পরই শুরু হয়েছে এমন দাবি। পদক নেওয়ার সময় অলিম্পিকের নিয়মমাফিক ইসরায়েলের জাতীয় সঙ্গীত 'হাতিকভা' বেজে ওঠে। আর তাতেই ভারতীয়রা ফিরে যান ২৫ বছর পেছনে! কারণ ইসরায়েলের জাতীয় সংগীত হিসেবে তারা যেটি শুনছনে সেটি ১৯৯৬ সালে অজয় দেবগন অভিনীত ছবি 'দিলজ্বলে'র 'মেরা মুল্ক মেরা দেশ'-এর সুরের সঙ্গে মিলে গেছে।

বুঝতে একটুও কষ্ট হয়নি যে, 'হাতিকভা'র সুর চুরি করে ওই গানে বসিয়ে দিয়েছিলেন আনু মালিক।

এ খবর মুহূর্তেই ভাইরাল হওয়ায় অনলাইনে তীব্র সমালোচনার মুখে পড়েছেন আনু। সুর চুরি করার জন্য অনেকেই তাকে 'নির্লজ্জ' বলে অভিহিত করেছেন। অনেকে ব্যাঙ্গ করে লিখেছেন, 'এক দেশের জাতীয় সঙ্গীত চুরি করে অন্য দেশের সিনেমার জাতীয়তাবাদী গানে সেই সুর ব্যবহার করেছেন আনু। এই দুর্দান্ত চুরির জন্য তাকেই সোনার পদক দেওয়া উচিত!'

প্রসঙ্গত, এর আগেও আনু মালিকের বিরুদ্ধে সুর চুরির অভিযোগ উঠেছে । 'দিল মেরা চুরায়া কিঁউ', 'নিঁদ চুরায়ি মেরি কিসনে ও সনম', 'কহো না কহো'র মতো বলিউডের দুর্দান্ত সব হিট গান রয়েছে অভিযোগের তালিকায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়