শিরোনাম
◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন ◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু ◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০২:১৭ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিকে ২৫ বছর পর ইসরায়েলের জাতীয় সঙ্গীত চুরির দায়ে ধরা পড়লেন আনু মালিক

নিউজ ডেস্ক: এবারের টোকিও অলিম্পিক গেমসে ইসরায়েলের হয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো সোনা জিতেছেন ওর্টেম ডোলগোপ্যাট। জিমন্যাস্টিক বিভাগে নিজের ইভেন্টে সেরা হয়েছেন তিনি। তবে তার এই সোনার মেডেল ভারতীয় সুরকার আনু মালিককে দেওয়ার দাবি উঠেছে অনলাইনে।

ওর্টেম ডোলগোপ্যাট পদক নেওয়ার জন্য মঞ্চে ওঠার পরই শুরু হয়েছে এমন দাবি। পদক নেওয়ার সময় অলিম্পিকের নিয়মমাফিক ইসরায়েলের জাতীয় সঙ্গীত 'হাতিকভা' বেজে ওঠে। আর তাতেই ভারতীয়রা ফিরে যান ২৫ বছর পেছনে! কারণ ইসরায়েলের জাতীয় সংগীত হিসেবে তারা যেটি শুনছনে সেটি ১৯৯৬ সালে অজয় দেবগন অভিনীত ছবি 'দিলজ্বলে'র 'মেরা মুল্ক মেরা দেশ'-এর সুরের সঙ্গে মিলে গেছে।

বুঝতে একটুও কষ্ট হয়নি যে, 'হাতিকভা'র সুর চুরি করে ওই গানে বসিয়ে দিয়েছিলেন আনু মালিক।

এ খবর মুহূর্তেই ভাইরাল হওয়ায় অনলাইনে তীব্র সমালোচনার মুখে পড়েছেন আনু। সুর চুরি করার জন্য অনেকেই তাকে 'নির্লজ্জ' বলে অভিহিত করেছেন। অনেকে ব্যাঙ্গ করে লিখেছেন, 'এক দেশের জাতীয় সঙ্গীত চুরি করে অন্য দেশের সিনেমার জাতীয়তাবাদী গানে সেই সুর ব্যবহার করেছেন আনু। এই দুর্দান্ত চুরির জন্য তাকেই সোনার পদক দেওয়া উচিত!'

প্রসঙ্গত, এর আগেও আনু মালিকের বিরুদ্ধে সুর চুরির অভিযোগ উঠেছে । 'দিল মেরা চুরায়া কিঁউ', 'নিঁদ চুরায়ি মেরি কিসনে ও সনম', 'কহো না কহো'র মতো বলিউডের দুর্দান্ত সব হিট গান রয়েছে অভিযোগের তালিকায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়