মোস্তাফিজুর রহমান: [২] রোববার (১ আগস্ট) বেলা ১১ টায় এ ঘটনা ঘটে। শেরেবাংলা নগর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে দায়িত্বরত অবস্থায় ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের কনস্টেবল মোঃ হেলাল (৫০)কে একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে চলে যায়, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[৩] এ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া, তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জানা যায়, তার গ্রামের বাড়ী গাজীপুরের কালিয়াকৈর।