আনিস তপন: [২] শনিবার এ কথা জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, তবে সব ধরনের বিকল্প খোঁজা হচ্ছে। সংক্রমণ, জীবন-জীবিকা, অর্থনীতি সবকিছু বিবেচনায় নিয়ে বুধবারের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
[৩] এ বিষয়ে সরকার কী করতে চাইছে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানালে সে পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।
[৪] প্রতিমন্ত্রী বলেন, রপ্তানিমুখী শিল্প কলকারখানাগুলো রোববার থেকে খুলে দেয়া হচ্ছে।
[৫] যেসব শ্রমিক শুধুমাত্র ঢাকায় কারখানার আশেপাশে যারা আছে, ঈদের পরদিন যারা ফিরে এসেছে, বা ঈদে বাড়ি যায়নি, তাদেরকে নিয়েই কারখানার কাজ করবে আগামী ৫ তারিখ পর্যন্ত।
[৬] সংক্রমণ রোধে ৫ আগস্টের পর আরও ১০ দিন বিধিনিষেধ বাড়ানোর জন্য স্বাস্থ্য অধিদফতরের সুপারিশ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সেটা সরকারের বিবেচনায় রয়েছে।
[৭] সবকিছুর সমন্বয় করেই সরকার তার সিদ্ধান্ত নেবে জানিয়ে তিনি বলেন, সময় নিয়ে ৩/৪ তারিখের মধ্যে এ বিষয়টি পরিষ্কার করে দেব।
[৮] তবে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানাগেছে, সংক্রমণরোধে বিধিনিষেধ আগামী ৫ আগস্টের পরও বাড়বে। তবে কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা আসতে পারে। কোন কোন বিষয়ে শিথিল করা হবে, তা নিয়ে আলাপ-আলোচনা চলছে।