জেরিন আহমেদ: [২] টানা বর্ষেণের কারণে চট্টগ্রামের গরীবউল্লাহ এলাকায় পাহাড় ধস। বৃহস্পতিবার বিকেলে এ ধসের ঘটনা ঘটে। এ রির্পোট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
[৩] এদিকে গতকাল বুধবার পাহাড় ধসে ২০ জনের প্রাণহানি
[৩] গত তিন দিন ধরে চট্টগ্রামে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে চার শতাধিক মানুষকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। বুধবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ২৫টি ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ করে তাদের চারটি আশ্রয় কেন্দ্রে নেয়া হয়।
[৪] চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নেতৃত্বে মহানগরীর ছয়জন এসিল্যান্ড, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।