শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৯:৪২ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৯:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃহস্পতির বরফে ঢাকা উপগ্রহ গবেষণার জন্য স্পেসএক্সের রকেটে স্যাটেলাইট পাঠাবে নাসা

শ্রাবণী কবির: [২] নাসা শুক্রবার জানায়, বৃহস্পতির চাঁদ ইউরোপার পরিবেশ জীবের বেঁচে থাকার জন্য উপযুক্ত কিনা এবং সেই পরিবেশে মানুষের বসতি স্থাপন সম্ভব কিনা সেই বিষয় জানতেই মহাকাশে একটি কৃত্রিম উপগ্রহ পাঠাবে। ২০২৪ সালে অক্টোবরে ইউরোপায় সেই কৃত্রিম উপগ্রহটি বহন করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে নাসা। বহন করে নিয়ে যাওয়ার জন্য নাসা ইলন মাস্কের স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেট ব্যবহারের জন্য ১৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের চুক্তি করেছে। দ্য রিপাবলিক ওয়ার্ল্ড

[৩] নাসার কৃত্রিম উপগ্রহটিতে থাকবে ক্যামেরা, রাডার ও স্পেকট্রোমিটার। কৃত্রিম উপগ্রহটি ইউরোপার খুব কাছ থেকে ৪০ থেকে ৫০ বার ঘুরবে, যাতে করে ইউরোপার উন্নত ও উচ্চ মানের ছবি তোলা যাবে, যার মাধ্যমে তৈরি করা যাবে উপগ্রহের উপরিভাগের মানচিত্র। তার সঙ্গে রাডারের মাধ্যমে ইউরোপার বরফের আন্তরনের নিচে তরল পানি আছে কি না তার খোঁজ করা হবে। এনডিটিভি

[৪] প্রথমে ইউরোপায় কৃত্রিম উপগ্রহটি নিয়ে যাওয়ার জন্য নাসা নিজেদের স্পেস লঞ্চ সিস্টেম এসএলএস ব্যবহার করতে চেয়েছিলো, কিন্তুসিস্টেমটি এখনো প্রস্তুত হয়নি। হিন্দুস্তান টাইমস

[৫] দ্য স্পেস ডট কম এর তথ্য মতে, ২০২৪ সালে অক্টোবরে নাসার অভিযানের জন্য ফ্যালকন হেভি রকেটটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করবে। রকেটটি প্রথম বার ২০১৮ সালে সফলভাবে টেসলার রোডস্টার মডেলের একটি গাড়ি মহাকাশে বহন করে নিয়ে যায়। তারপর থেকে রকেটটি সরকারি এবং বেসরকারি বিভিন্ন অভিযানের জন্য ব্যবহার করা হয়ে আসছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়