সাকিবুল আলম: [২] রোডনি অ্যালকেলাকে ১২ বছর বয়সী এক বালিকা ও আরো চার নারীকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিলো। বিবিসি
[৩] শনিবার ভোরে ক্যালিফোর্নিয়ার করকোরান স্টেট কারাগারের কাছের একটি হাসপাতালে ৭৭ বছর বয়সী এই সিরিয়াল কিলার মারা যায়। অ্যালকেলা যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন শো পরিচালনা করতেন। এ শো পরিচালনা করার সময় তিনি ‘ডেটিং গেম কিলার’ উপাধি পান।
[৪] এছাড়াও তিনি নিউইয়র্কের দুজন নারীকে হত্যার দায়েও অভিযুক্ত। গত বছর তিনি প্রথমবারের মতো, ১৯৮০ সালে রবিন সামসো নামের ১২ বছর বয়সী বালিকাকে হত্যা করার অভিযোগে মৃত্যুদণ্ড পানএ অভিযোগ ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্টে বাতিল হয়ে যায়। তারপর আরো একটি নতুন ট্রায়ালের তারিখ জানানো হয়েছিলো।
[৫] দ্বিতীয় ট্রায়ালেও তার একই শাস্তি বহাল থাকে। কিন্তু ২০০৩ সালে আদালতের এ সিদ্ধান্তও বাতিল ঘোষিত হয়। ২০১০ সালের ট্রায়ালে তার বিরুদ্ধে, ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সালের মধ্যে ১৮ থেকে ৩২ বছর বয়সী চারজন নারীকে হত্যার অভিযোগ প্রমাণিত হয় এবং মৃত্যুদণ্ডের সাজা দেয়া হয়। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল