শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ১১:৪৩ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের বাড়ি, আমার নৈতিক অপরাধ!

নাঈমুল ইসলাম খান : ১. নিকুঞ্জে ৩ কাঠার ছোট্ট জমি, আমারটি কর্নার প্লট এবং এই জমিটুকুর বাজার মূল্য সাড়ে ৪ কোটি টাকা।

২. সুতরাং কেবল এই জমি সূত্রে আমার অন্তত ৪.৫ কোটি টাকার সক্ষমতা সৃষ্টি হয়েছে।

৩. এই জমি রাজউকের কাছ থেকে পেয়েছি মাত্র সাড়ে ৪ লাখ টাকায়। এই টাকাও পরিশোধ করেছি কয়েকটি সহজ কিস্তিতে।

৪. ১৯৯২ সালে দৈনিক ভোরের কাগজে আমার অত্যন্ত স্নেহভাজন রিপোর্টার আল মামুনের পীড়াপিড়িতে এ জমির জন্য আমি রাজউকে আবেদন করি। আল মামুনের এক রকম জোরাজোরিতেই তখন অনাগ্রহী আমি আবেদন করতে ‘বাধ্য হই’।

৫. সেদিন আমাকে বাধ্য করার জন্য আল মামুনের কাছে আমি বাধিত।

৬. জমির বরাদ্দ পাই ১৯৯৮ সালে বিনা তদবিরে, বিনা ঘুষে। জমি লিজের দলিল সম্পাদিত হয় ২০০২ সালে এবং তারও ১৯ বছর পর ২০২১ এর জুন মাসের ২২ তারিখে একটি অসমাপ্ত বাড়িতে আমাদের গৃহ প্রবেশ হয়।

৭. ১৭ কোটি মানুষের এই দেশে কত লাখ মানুষ এভাবে ভাগ্যবান হয়েছে? নিতান্তই মুষ্টিমেয়। আমি সেই মুষ্টিমেয়র একজন ‘ভাগ্যবান’। আল্লাহ্র কাছে শোকরিয়া। বাংলাদেশের সাধারণ মানুষের কাছেও অশেষ কৃতজ্ঞতা।

৮. রাষ্ট্র তার পছন্দের ব্যক্তিদের এভাবে পেট্রোনাইজ করবে, সামান্য টাকার বিনিময়ে বরাদ্দপত্র দিয়ে রাতারাতি কোটিপতি বানিয়ে দেবে, অনেক গরীব গৃহহীন মানুষের এই দেশে, বেআইনী না হলেও, এই বরাদ্দের প্রথা, এই বড়লোক বানানোর পদ্ধতি কতটা সমর্থন যোগ্য?

৯. আমার একটি ছোট্ট সুন্দর বাড়ি হয়েছে, এরকম একটি স্থায়ী নিজস্ব ঠিকানা আমার প্রয়োজন ছিলো। অনেক বইপত্র, দালিলিক কাগজ, নানান সংগ্রহ ভাড়া বাড়িতে গুছিয়ে রাখার স্থানাভাব হতো। সেই সমস্যার সমাধান পেয়েছি। এজন্য আলহামদুলিল্লাহ।

১০. কিন্তু এ নৈতিকতার প্রশ্নটি মনের মধ্যে প্রায়ই উঁকি-ঝুঁকি দিচ্ছে।

১১. আমাদের দেশে কবে বৈষম্য দূর হবে, দারিদ্র্য দূর হবে, যখন মনের মধ্যে নৈতিক অশান্তিও আমাদের দূর হবে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়