শিরোনাম
◈ ভোটের আগে জোট ও পর্দার আড়ালে ‘সমঝোতা’ ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’ ◈ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও ◈ ফোন নজরদারিতে নতুন পদক্ষেপ: স্যাটেলাইট ট্র্যাকিং চালু করতে চায় ভারত ◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড় 

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ১১:৪৩ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের বাড়ি, আমার নৈতিক অপরাধ!

নাঈমুল ইসলাম খান : ১. নিকুঞ্জে ৩ কাঠার ছোট্ট জমি, আমারটি কর্নার প্লট এবং এই জমিটুকুর বাজার মূল্য সাড়ে ৪ কোটি টাকা।

২. সুতরাং কেবল এই জমি সূত্রে আমার অন্তত ৪.৫ কোটি টাকার সক্ষমতা সৃষ্টি হয়েছে।

৩. এই জমি রাজউকের কাছ থেকে পেয়েছি মাত্র সাড়ে ৪ লাখ টাকায়। এই টাকাও পরিশোধ করেছি কয়েকটি সহজ কিস্তিতে।

৪. ১৯৯২ সালে দৈনিক ভোরের কাগজে আমার অত্যন্ত স্নেহভাজন রিপোর্টার আল মামুনের পীড়াপিড়িতে এ জমির জন্য আমি রাজউকে আবেদন করি। আল মামুনের এক রকম জোরাজোরিতেই তখন অনাগ্রহী আমি আবেদন করতে ‘বাধ্য হই’।

৫. সেদিন আমাকে বাধ্য করার জন্য আল মামুনের কাছে আমি বাধিত।

৬. জমির বরাদ্দ পাই ১৯৯৮ সালে বিনা তদবিরে, বিনা ঘুষে। জমি লিজের দলিল সম্পাদিত হয় ২০০২ সালে এবং তারও ১৯ বছর পর ২০২১ এর জুন মাসের ২২ তারিখে একটি অসমাপ্ত বাড়িতে আমাদের গৃহ প্রবেশ হয়।

৭. ১৭ কোটি মানুষের এই দেশে কত লাখ মানুষ এভাবে ভাগ্যবান হয়েছে? নিতান্তই মুষ্টিমেয়। আমি সেই মুষ্টিমেয়র একজন ‘ভাগ্যবান’। আল্লাহ্র কাছে শোকরিয়া। বাংলাদেশের সাধারণ মানুষের কাছেও অশেষ কৃতজ্ঞতা।

৮. রাষ্ট্র তার পছন্দের ব্যক্তিদের এভাবে পেট্রোনাইজ করবে, সামান্য টাকার বিনিময়ে বরাদ্দপত্র দিয়ে রাতারাতি কোটিপতি বানিয়ে দেবে, অনেক গরীব গৃহহীন মানুষের এই দেশে, বেআইনী না হলেও, এই বরাদ্দের প্রথা, এই বড়লোক বানানোর পদ্ধতি কতটা সমর্থন যোগ্য?

৯. আমার একটি ছোট্ট সুন্দর বাড়ি হয়েছে, এরকম একটি স্থায়ী নিজস্ব ঠিকানা আমার প্রয়োজন ছিলো। অনেক বইপত্র, দালিলিক কাগজ, নানান সংগ্রহ ভাড়া বাড়িতে গুছিয়ে রাখার স্থানাভাব হতো। সেই সমস্যার সমাধান পেয়েছি। এজন্য আলহামদুলিল্লাহ।

১০. কিন্তু এ নৈতিকতার প্রশ্নটি মনের মধ্যে প্রায়ই উঁকি-ঝুঁকি দিচ্ছে।

১১. আমাদের দেশে কবে বৈষম্য দূর হবে, দারিদ্র্য দূর হবে, যখন মনের মধ্যে নৈতিক অশান্তিও আমাদের দূর হবে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়