শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০১:৫২ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি আমার রবের কাছে কী নিয়ে যাবো: সানাই মাহবুব

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি অভিনয় জগত থেকে গুটিয়ে ইসলামের পথে নিজেকে সামিল করেছেন অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। তার এ পরিবর্তন নেট দুনিয়ার প্রায় সবাইকেই অবাক করে দিয়েছে। সবাই দোয়া করছে আল্লাহ যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন।

নিজের জীবনের এ পরিবর্তন সম্পর্কে জানাতে গিয়ে এক লাইভ বার্তায় সানাই মাহবুব বলেন, ইসলামের পথে আসার এবং ধর্মের পথে ফিরে আসার জন্য আমার একটি অনুভূতি সবচেয়ে বেশি সাহায্য করেছে। সেটি হলো, আমি ভেবেছি, আমি যদি এই মুহূর্তে পরপারে চলে যাই তাহলে আমার প্রভূর কাছে কী নিয়ে যাবো? আমার তো তার সামনে উপস্থাপন করার মতো ভাল কোনো কিছু নেই।

গত বছর আমার করোনা পজিটিভ হয়েছিল এবং করোনা হওয়ার পরে আমার শ্বাসকষ্ট এত পরিমাণে বেড়ে যায় যে আমাকে আইসিওতে ভর্তি করাতে হয়েছিল। আপনারা সবাই জানেন যে, যখন একটি মানুষ আইসিওতে যায়; তখন সে বাঁচা-মরার একটি কঠিন পরিস্থিতিতে পড়ে যায়। সেখান থেকে বেশিরভাগ মানুষই না ফেরার দেশে চলে যায়। সৌভাগ্যবানরা বেঁচে ফিরে আসে। বলেন, সানাই মাহবুব।

তিনি বলেন, আমি যখন আইসিইউতে ভর্তি ছিলাম; আমার শ্বাসকষ্ট প্রচন্ড বেড়ে গিয়েছিল। আমি ছটফট করতে ছিলাম, জীবনের কঠিন মুহূর্তটা অনুভব করতে ছিলাম; তখন আমি প্রতিজ্ঞা করি মনে মনে ‘আল্লাহ যদি আমাকে আইসিইউ থেকে ফিরিয়ে আনেন এবং বাঁচিয়ে রাখেন, আল্লাহ যদি আমাকে নতুনভাবে আমার জীবনটাকে সাজানোর তৌফিক দেন, আমি আমার নতুন উপহার পাওয়া এ জীবনটা আল্লাহর রাস্তায় ইসলামের জন্য ব্যয় করবো এবং আমি আইসিইউতে থেকেই আমার রাব্বুল আলামিনের কাছে তওবা করি।

সানাই বলেন, আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, আল্লাহ তুমি যদি আমাকে নতুন একটি জীবন দাও আমি এই জীবনে তোমার রাস্তায় পার করব।

তিনি আরো বলেন, সেই ধারাবাহিকতায় আজকে আমার এই লাইভে আসে এবং পাবলিকলি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনাদেরকে জানানো। আমি কাউকে হেয় প্রতিপন্ন করছি না বা কাউকে ছোট করে দেখছি না। আমি আমার আগের পেশাটাকে ছেড়ে দিচ্ছি এবং আমি পুরোপুরিভাবে ইসলাম অনুযায়ী চলবো ইনশাল্লাহ।

সবশেষে তিনি বলেন, আমি আইসিইউ’র বেডে শুয়ে শুয়ে ভাবছিলাম যে, আমি যদি এখন দুনিয়া ছেড়ে চলে যাই, পরপারে চলে যায়; তাহলে আমি কি নিয়ে যাবো? আমি আমার মাবুদের কাছে কী বলবো? তার সামনে আমি আমার কোন আমলনামা উপস্থাপন করব? তার সামনে উপস্থাপন করার মত তো আমার কিছুই নেই।

বিস্তারিত ভিডিওতে …

  • সর্বশেষ
  • জনপ্রিয়