শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০৯:১১ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২১, ১০:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

সুজন কৈরী : [২] ঈদ উল আজহার দিন বুধবার (২১ জুলাই) দেশের পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৫ জনেরও বেশি।

[৩] রংপুরে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেছে চারজনের। আহত হয়েছেন অন্তত ৩০ জন। মেহেরপুরে দুই বাইকের সংঘর্ষে তিনজন তরুণ মারা গেছেন। এছাড়া বগুড়ার শেরপুর, নাটোর ও ভোলায় সড়কে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

[৪] বুধবার দুপুর দেড়টায় রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় জানা গেছে। তিনি দিনাজপুরের পাবর্তীপুরের শিংগীমারী গ্রামের তাজিরুল ইসলামের ছেলে শামছুর রহমান।

[৫] পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে দিনাজপুরগামী হিমাচল নামের একটি যাত্রীবাহী বাস তারাগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

[৬] বুধবার বেলা আড়াইটার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মানিকনগর এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। নিহতরা হলেন- শাকিল হোসেন, শামিম রেজা ও মুস্তাক। তাদের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে। আহতদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

[৭] ঈদের দিন বেলা ১২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় রহমতুল্লাহ নামের পথচারী এক কিশোরের মৃত্যু হয়েছে। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, মহাসড়কে একটি ভ্যান দাঁড়ানো ছিলো। ওই সময় দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। ভ্যানটি চার পথচারীর ওপরে পড়লে রহমতউল্ল্যাহ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও যানটির চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

[৮] বুধবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল সড়কের বাঁশভাগ স্লুইচ গেইট এলাকায় থ্রি হুইলারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আল আমিন নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে দুটি শিশুও। নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, সকালের দিকে ঈদের নামাজ শেষে বোন ও জামাইকে দাওয়াত করতে শ্যামনগর গ্রামে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাঁশভাগ স্লুইস গেইট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি থ্রি হুইলারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আল-আমিনসহ দুই শিশু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে আল-আমিনের মৃত্যু হয়। আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা টাইমস

[৯] বুধবার দুপুরে ভোলার লালমোহনের সবুজবাগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ফারুক নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ফারুক লালমোহন বাজারের চৌ-রাস্তা মোড় এলাকার জুতার ব্যবসা করতেন। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়