রাহুল রাজ : [২] কয়েক দিন ধরেই তামিমের ব্যাটে রানের দেখা পাচ্ছিল না টাইগার ভক্তরা। সেই হতাশা ঘুরাতে সিরিজের তৃতীয় ম্যাচকেই বেছে নিয়েছেন তামিম ইকবাল। তুলে নিলেন ক্যারিয়ারের ১৪ তম সেঞ্চুরি। ৮৭ বলে এ শত তুলে নেন টাইগার্স ক্যাপ্টেন।
[৩] ৮ বাউন্ডারি ও ৩ ছক্কায় তিনি বুঝিয়ে দিয়েছেন ফর্ম ইজ টেম্পুরারি, ক্লাস ইজ পারমানেন্ট।
[৪] বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভার শেষে ২ উইকেটে ১৮৩। তামিম ১০৫ ও মিঠুন ৮ রানে অপরাজিত আছেন। সম্পাদনা : ভিকটর রোজারিও