শিরোনাম
◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে? ◈ পর্তুগালের নতুন আইন, অভিবাসীদের জন্য দুঃসংবাদ  ◈ নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত নয়—গণমাধ্যমকে সতর্ক করলেন ইসি সচিব ◈ ব্রাদার্স ইউ‌নিয়ন‌কে ৫-১ গো‌লে হারা‌লো বসুন্ধরা কিংস  ◈ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোয়  'ক্লাস ও পরীক্ষা বন্ধ'  ◈ একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: প্রস্তুত ৪২ হাজার ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৮ হাজারের বেশি ◈ কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ◈ চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল ◈ দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা শক্তিশালী করতে সরকারের নতুন পরিকল্পনা

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলন্ত মোটরসাইকেলে বেঁধে কুকুর নির্যাতনের দায়ে আটক ৪

সুজন কৈরী : [২] বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকায় চলন্ত মোটরসাইকেলের পেছনে বেঁধে কুকুরকে নির্যাতনের দায়ে চার জনকে আটক করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বলেন, রাতের অন্ধকারে মোটরসাইকেলের পেছনে একটি কুকরকে বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে দু’জন। খানিক দূরত্বে পেছন থেকে অনুসরণ করা আরেকটি মোটরসাইকেলের দু’জন আরোহী ভিডিও করছে কুকরকে নির্মমভাবে টেনে নেওয়ার দৃশ্যটি।

[৪] সদ্য অনুষ্ঠিত কোপা আমেরিকা ফাইনাল খেলায় ব্রাজিল ও নেইমারের পরাজয়কে ব্যঙ্গ করে করা হচ্ছিলো ন্যাক্কারজনক এ কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

[৫] সোহেল রানা বলেন, গত ১৩ জুলাই একজন সচেতন নাগরিক সেই ভিডিওটি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে পাঠায়। প্রাথমিকভাবে জানা যায়, ঘটনাটি বাগেরহাটের মোড়েলগঞ্জের হোগলা বুনিয়া ইউনিয়নের অন্তর্গত। ভিডিওটি হাতে পাওয়ার পর ঘটনার সঙ্গে সম্পৃক্তদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোড়েলগঞ্জ থানার ওসি মনিরুল ইসলামকে নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ। এরই প্রেক্ষিতে অভিযুক্তদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হয়।

[৬] পুলিশের তৎপরতা আঁচ করতে পেরে অভিযুক্তরা এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং পালিয়ে থাকে। পরে তথ্যপ্রযুক্তিসহ প্রয়োজনীয় গোয়েন্দা কৌশল ব্যবহার করে সোমবার বাগেরহাট ও পার্শ্ববর্তী পিরোজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্ত চারজনকে আটক করে পুলিশ। বাগেরহাট জেলার পুলিশ সুপার কেম এম আরিফুল হক বিষয়টি সার্বিক নজরদারি করেন।

[৭] আটকের পর প্রাসঙ্গিক তথ্য যাচাই করে জানা যায়, আটকদের বয়স ১৮ বছর হয়নি। বয়স বিবেচনায় তাদের ক্ষেত্রে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এআইজি সোহেল রানা। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়