শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর হাসপাতালগুলোতে ফাঁকা আইসিইউ বেডের সংখ্যা মাত্র ৪৮

শাহীন খন্দকার: [২] স্বজনরা ছুটছেন করোনা আক্রান্ত রোগী নিয়ে হাসপাতাল থেকে হাসপালে। কোথাও সিট আছে তো কোথাও আইসিইউ নেই। স্বাস্থ্য অধিদপ্তর আশঙ্কা করেছিল, সংক্রমণের ঊর্ধ্বগতি এভাবে চলতে থাকলে হাসপাতালের শয্যা খালি থাকবে না, ফাঁকা পাওয়া যাবে নিবিড় পরিচর্যা কেন্দ্র হাইফ্লো নেজাল ক্যানলাসহ এইচডিইউ সমতুল্য এবং অক্সিজেন কন্সেন্ট্রেটরসহ এইচডিইউ সমতুল্য শয্যা। কিন্ত দিনকে দিন কমে আসছে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হাসপাতালগুলোতে আইসিইউ বেডের শয্যা।

[৩] রোববার (১৮ জুলাই) ৫৭টি আইসিইউ বেড ফাঁকা ছিল। মঙ্গলবার ২৪ ঘণ্টার ব্যবধানে এখন মাত্র ৪৮টি আইসিইউ বেড ফাঁকা রয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে। রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড ১৬টি হাসপাতালের ১৩টি হাসপাতালের মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ৬ বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেডের সবক’টিতে রোগী ভর্তি।

[৪] এছাড়া কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেডের মধ্যে ৩টি, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১৫ বেডের মধ্যে তিনটি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আট বেডের মধ্যে ২টি, টিবি হাসপাতালে ১৬ বেডের মধ্যে ১২টি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে ৩টি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের মধ্যে ৩টি আর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ২১৫ বেডের মধ্যে মাত্র ২২টি ফাঁকা রয়েছে।

[৫] অর্থাৎ রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড ১৬ হাসপাতালের ৩৯৩টি আইসিইউ বেডের মধ্যে মাত্র ৪৮টি বেড এ মুহূর্তে ফাঁকা রয়েছে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়