শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ১০:২১ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইতে বঙ্গবন্ধু স্মরণে সবুজ বিপ্লব ও বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

শাহীন খন্দকার: [২] উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে সবুজ বিপ্লব ও বৃক্ষরোপণের উদ্বোধন করেন। ১৭ জুলাই বিএসএমএমইউ ক্যাম্পাসের টিএসসি প্রাঙ্গণে পেয়ারা গাছ রোপণের মধ্যদিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। এসময়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারসাম্যপূর্ণ পবিবেশ রক্ষার্থে ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচীর উপর গুরুত্ব দিয়েছেন।

[৩] বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে শতাধিক ঔষধি, ফলজ, বনজ ও ফুলের চারা রোপণ করা হয়। গাছের চারার মধ্যে রয়েছে অর্জুন, নিম, পেয়ারা, কাঁঠাল, জাম, কদবেল, নারিকেল, আমলকি, চালতা, আমড়া, জাম্বুরা, বেল, তেজপাতা, রঙ্গন, গন্ধরাজ, হাসনাহেনা, টগর ইত্যাদি। এছাড়া সি ব্লকে অধ্যাপক সামাদ সেমিনার হলে ‘রেশনাল ইউজ অফ অক্সিজেন ইন ম্যানেজমেন্ট কোভিড-১৯ প্যাশেন্ট, গাইডলাইন ডেভলমেন্ট’ শীর্ষক ওয়ার্কশপের উদ্বোধন করেন।

[৪] উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, অক্সিজেনের জন্য জরুরি অপারেশন কার্যক্রম ব্যাহত না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে বর্তমান প্রশাসন ইতোমধ্যেই কার্যকরী উদ্যোগ নিয়েছে।

[৫] এসময়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, এ্যানেসথেশিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশিস বনিক, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়