শিরোনাম
◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ১০:২১ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইতে বঙ্গবন্ধু স্মরণে সবুজ বিপ্লব ও বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

শাহীন খন্দকার: [২] উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে সবুজ বিপ্লব ও বৃক্ষরোপণের উদ্বোধন করেন। ১৭ জুলাই বিএসএমএমইউ ক্যাম্পাসের টিএসসি প্রাঙ্গণে পেয়ারা গাছ রোপণের মধ্যদিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। এসময়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারসাম্যপূর্ণ পবিবেশ রক্ষার্থে ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচীর উপর গুরুত্ব দিয়েছেন।

[৩] বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে শতাধিক ঔষধি, ফলজ, বনজ ও ফুলের চারা রোপণ করা হয়। গাছের চারার মধ্যে রয়েছে অর্জুন, নিম, পেয়ারা, কাঁঠাল, জাম, কদবেল, নারিকেল, আমলকি, চালতা, আমড়া, জাম্বুরা, বেল, তেজপাতা, রঙ্গন, গন্ধরাজ, হাসনাহেনা, টগর ইত্যাদি। এছাড়া সি ব্লকে অধ্যাপক সামাদ সেমিনার হলে ‘রেশনাল ইউজ অফ অক্সিজেন ইন ম্যানেজমেন্ট কোভিড-১৯ প্যাশেন্ট, গাইডলাইন ডেভলমেন্ট’ শীর্ষক ওয়ার্কশপের উদ্বোধন করেন।

[৪] উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, অক্সিজেনের জন্য জরুরি অপারেশন কার্যক্রম ব্যাহত না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে বর্তমান প্রশাসন ইতোমধ্যেই কার্যকরী উদ্যোগ নিয়েছে।

[৫] এসময়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, এ্যানেসথেশিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশিস বনিক, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়