শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৮:৫৭ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে সব শয্যা প্রায় পূর্ণ: স্বাস্থ্যমন্ত্রী

শাহীন খন্দকার: [২] শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমের লেখা সার্জারি বিষয়ক ‘খুরশীদস ডিকোডিং সার্জারি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন।

[৩] তিনি বলেন, করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির কারণে প্রায় সব শয্যা রোগিতে ভরে গেছে। আমাদের সবার চেষ্টা করতে হবে, যেনো সংক্রমণ আর না বাড়ে। সেইজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

[৪] স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনে কোরবানির ঈদ, ধর্মীয় একটা বিষয় থাকে জীবন-জীবিকার একটা বিষয় রয়েছে। সুতরাং সবকিছু বিবেচনা করেই লকডাউন শিথিল করা হয়েছে। তবে লকডাউন শিথিল হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

[৫] তিনি আরও বলেন, নতুন করে আরো চার হাজার চিকিৎসক এবং চার হাজার নার্স নিয়োগ দেয়া হচ্ছে। তিনি বলেন, যদি সংক্রমণের হার তিন-চারগুণ বেড়ে যায়, হাসপাতালগুলোতে ১০ থেকে ১৫ হাজার শয্যার বিপরীতে ৪০ হাজার করোনা রোগি আসে, তখন সবাইকে চিকিৎসা দেয়া সম্ভব হবে না।

[৬] অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও শিক্ষা সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেনসহ প্রমুখ।সম্পাদনা: মিনহাজুল আবেদীন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়