শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৮:৫৭ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে সব শয্যা প্রায় পূর্ণ: স্বাস্থ্যমন্ত্রী

শাহীন খন্দকার: [২] শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমের লেখা সার্জারি বিষয়ক ‘খুরশীদস ডিকোডিং সার্জারি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন।

[৩] তিনি বলেন, করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির কারণে প্রায় সব শয্যা রোগিতে ভরে গেছে। আমাদের সবার চেষ্টা করতে হবে, যেনো সংক্রমণ আর না বাড়ে। সেইজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

[৪] স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনে কোরবানির ঈদ, ধর্মীয় একটা বিষয় থাকে জীবন-জীবিকার একটা বিষয় রয়েছে। সুতরাং সবকিছু বিবেচনা করেই লকডাউন শিথিল করা হয়েছে। তবে লকডাউন শিথিল হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

[৫] তিনি আরও বলেন, নতুন করে আরো চার হাজার চিকিৎসক এবং চার হাজার নার্স নিয়োগ দেয়া হচ্ছে। তিনি বলেন, যদি সংক্রমণের হার তিন-চারগুণ বেড়ে যায়, হাসপাতালগুলোতে ১০ থেকে ১৫ হাজার শয্যার বিপরীতে ৪০ হাজার করোনা রোগি আসে, তখন সবাইকে চিকিৎসা দেয়া সম্ভব হবে না।

[৬] অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও শিক্ষা সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেনসহ প্রমুখ।সম্পাদনা: মিনহাজুল আবেদীন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়