শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৮:১২ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরল রেকর্ডে মাশরাফিকে ছাড়িয়ে সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : [২] এক দিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকরি এখন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্র্যান্ডন টেইলরের উইকেট শিকার করে এই কীর্তি গড়েন বিশ্ব সেরা অল রাউন্ডার। তার ঝুলিতে এখন ২৭৪ উইকেট।
[৩] শুধু ওয়ানডেতে নয়। টেস্ট এবং টি-২০ ক্রিকেটেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব। সাদা পোষাকে তার ঝুলিতে আছে ২১৫ উইকেট। আর সংক্ষিপ্ত সংস্করণে তিনি শিকার করেছেন ৯২ উইকেট। তিন ফরম্যাটে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড পৃথিবীর আর কোন ক্রিকেটারের নেই।

[৪] এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি ছিলো মাশরাফি বিন মোর্ত্তুজার। গেল বছর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলেন তিনি। সেই ম্যাচে শিকার করেছিলেন এক উইকেট। ২২০ ম্যাচে তার দখলে ২৬৯ উইকেট। তবে এশিয়া একাদশের হয়ে একটি উইকেট আছে সাবেক অধিনায়কের।

[৫] দুই উইকেট তুলে নিয়ে সাকিব, মাশরাফির রেকর্ড স্পর্শ করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই। তবে তৃতীয় ম্যাচে উইকেট শূণ্য ছিলেন তিনি। ফলে অপেক্ষার প্রহর বাড়ে জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত।

[৬] এদিন অবশ্য হতাশ করেননি টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। দলীয় ৭৮ রানে টেইলরের উইকেট তুলে নেন তিনি। তার ঘূর্ণিতে এরপর একে একে সাজ ঘরে ফেরেন রেগিস চাকাভা, রায়ান বার্ল, বেøসিং মুজারাবানি এবং রিচার্ড নাগারাভা।

[৭] রেকর্ডের ম্যাচে সাকিব শিকার করেছেন পাঁচ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে যা তৃতীয় বারের মত। তার দাপুটে পারফরম্যান্সে জিম্বাবুয়ে ২৮.৫ ওভারে গুড়িয়ে গেছে ১২১। বাংলাদেশ জয় পায় ১৫৫ রানের বিশাল ব্যবধানে। - সময়টিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়