শিরোনাম
◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ নোয়াখালীর বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৮:১২ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরল রেকর্ডে মাশরাফিকে ছাড়িয়ে সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : [২] এক দিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকরি এখন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্র্যান্ডন টেইলরের উইকেট শিকার করে এই কীর্তি গড়েন বিশ্ব সেরা অল রাউন্ডার। তার ঝুলিতে এখন ২৭৪ উইকেট।
[৩] শুধু ওয়ানডেতে নয়। টেস্ট এবং টি-২০ ক্রিকেটেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব। সাদা পোষাকে তার ঝুলিতে আছে ২১৫ উইকেট। আর সংক্ষিপ্ত সংস্করণে তিনি শিকার করেছেন ৯২ উইকেট। তিন ফরম্যাটে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড পৃথিবীর আর কোন ক্রিকেটারের নেই।

[৪] এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি ছিলো মাশরাফি বিন মোর্ত্তুজার। গেল বছর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলেন তিনি। সেই ম্যাচে শিকার করেছিলেন এক উইকেট। ২২০ ম্যাচে তার দখলে ২৬৯ উইকেট। তবে এশিয়া একাদশের হয়ে একটি উইকেট আছে সাবেক অধিনায়কের।

[৫] দুই উইকেট তুলে নিয়ে সাকিব, মাশরাফির রেকর্ড স্পর্শ করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই। তবে তৃতীয় ম্যাচে উইকেট শূণ্য ছিলেন তিনি। ফলে অপেক্ষার প্রহর বাড়ে জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত।

[৬] এদিন অবশ্য হতাশ করেননি টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। দলীয় ৭৮ রানে টেইলরের উইকেট তুলে নেন তিনি। তার ঘূর্ণিতে এরপর একে একে সাজ ঘরে ফেরেন রেগিস চাকাভা, রায়ান বার্ল, বেøসিং মুজারাবানি এবং রিচার্ড নাগারাভা।

[৭] রেকর্ডের ম্যাচে সাকিব শিকার করেছেন পাঁচ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে যা তৃতীয় বারের মত। তার দাপুটে পারফরম্যান্সে জিম্বাবুয়ে ২৮.৫ ওভারে গুড়িয়ে গেছে ১২১। বাংলাদেশ জয় পায় ১৫৫ রানের বিশাল ব্যবধানে। - সময়টিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়