শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৪:২১ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. খোন্দকার মেহেদী আকরাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তির রিকোয়ারমেন্ট শিথিল করা উচিৎ

ড. খোন্দকার মেহেদী আকরাম: নিচের বিজ্ঞাপনটা শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা! এটা দেখে আমার যুক্তরাজ্যে ২০০৮ সালে পিএইচডি প্রোগ্রামে ইন্টারভিউয়ের কথা মনে পড়ে গেলো। তখন সবে এমএসসি শেষ করে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন জমা দিচ্ছি। যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়েই পিএইচডি করার জন্য নিম্নোক্ত যোগ্যতা লাগে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিকয়ারমেন্টস অনেক বেশি উঁচু। কেন? আমার পিএইচডি ইন্টারভিউয়ের সময় প্রোফেসর মনিকা স্পিটেরি আমার মাস্টার্সের থিসিস দেখে পছন্দ করেছিলো। হাতে থিসিস পেপারটা নিয়ে পেইজ উল্টে পাল্টে দেখছিলো। হঠাৎ প্রশ্ন করলো, আমি এখন কি করছি? আমি উত্তর দিলাম যে আমি ম্যাকডোনাল্ডসে ফ্রাইম্যানের কাজ করি, মানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজি। আমি আমার ডান হাতটা সামনের দিকে বাড়িয়ে বললাম, ‘দেখো আমার হাতের কয়েক জায়গা গরম তেলে পুড়ে গেছে।’ এটা দেখে প্রোফেসর মনিকা স্পিটেরিসহ বোর্ডের সবাই বেশ উচ্চস্বরে হেসে উঠলো! আমি ওদেরকে বললাম, ‘আই এম এ ভেরি ইফিসিয়েন্ট ফ্রাই ম্যান!’

মনিকা হাসি থামিয়ে বলেলো, ‘খোন্দকার, দিস ইজ লাইফ, সো এনজয় ইট’! এরপর প্রায় আধাঘন্টা ইন্টারভিউ হলো।এরপর আরো পাঁচজন প্রার্থীর ইন্টারভিউ শেষে আমাকে আবার ইন্টারভিউ রুমে ডেকে নেয়া হলো এবং বলা হলো তারা আমাকে পিএইচডি স্কলারশীপটা দিতে চায়। আমি রাজি কিনা। রিজেনারেটিভ মেডিসিনে কিলি ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য আমাকে যুক্তরাজ্য সরকারের এমআরসি ডরোথি হজকিং পোস্ট গ্রাজুয়েট অ্যাওয়ার্ড দেয়া হলো ৪ বছরের জন্য। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডিতে ভর্তির রিকোয়ারমেন্টে আরেকটু শিথিল করা উচিৎ। এতে করে অনেক উচ্চাকাক্সক্ষী তরুণ পিএইচডি করার সুযোগ পাবে। একটা বিশ্ববিদ্যালয় যার গ্লোবাল র‌্যাংকিংয়ে অবস্থান ৮০০ এর নিচে, সে বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামের ন্যূনতম যোগ্যতা যদি হাভার্ড বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে যায়, তাহলে ‘ক্যামনে কী! লেখক : সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট শেফিল্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়