মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর গুলিস্তানে ফুয়ারার পাশে ট্রাকের চাপায় রাজসুপার মার্কেটের রাজ হোটেলের দুইজন কর্মচারী নিহত হয়েছে।
[৩] নিহতরা হলেন- জাকির ( ৩০) পিতা নুরুল ইসলাম বাসা হোল্ডিং নাম্বার ১১ বঙ্গবন্ধু এভেনিউ পল্টন ঢাকা ও শাকিল (১৫) রাজ হোটেল কর্মচারী ঢাকা।
[৪] বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত দেড়টা থেকে আনুমানিক ২টার গুলিস্তান ফুয়ারের পাশে বঙ্গবন্ধু স্কয়ার সামনে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পল্টন থানার উপ-পরিদর্শক এসআই শামীম হোসেন।
[৫] রাজ হোটেলে দুই কর্মচারী জাকির এবং শাকিল ময়লা ডাস্টবিনে ফেলে আসার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।
[৬] টহলরত পুলিশ ট্রাক জব্দ এবং ট্রাকের ড্রাইভারকে আটক করে পল্টন থানায় নিয়ে যায়। ট্রাক এবং ড্রাইভার পল্টন থানায় আটক আছে।
[৭] পল্টন থানার পুলিশ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই পরীক্ষা-নিরীক্ষা করে রাত্রি তিনটা পাঁচ মিনিটের মৃত ঘোষণা করেন।
[৮] সত্যতা নিশ্চিত করেন পল্টন থানার উপ-পরিদর্শক এসআই শামীম হোসেন তিনি বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
[৯] রাজ হোটেলের মালিক এস এম আলম শাহজাহান এর বরাত দিয়ে এসআই আরো জানান, দীর্ঘদিন যাবৎ হোটেলে পরিচ্ছন্নের কাজ করতো দুজন।