শিরোনাম
◈ ভোটের আগে রাজনৈতিক জোট গঠন ঘিরে নানা সমীকরণ ◈ সরকার অনুগত সৈন্যরা ঠেকিয়ে দিয়েছে আফ্রিকার দেশ বেনিনে অভ্যুত্থান চেষ্টা ◈ নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগে ডিআইজি আবু সুফিয়ান তদন্তের মুখে, পদ থেকে সরিয়ে সদর দপ্তরে স্থাপন ◈ নতুন নেশাসিরাপের সয়লাব: নির্বাচনের ব্যস্ততায় বড় চালান ঢোকানোর টার্গেটে ভারতীয় মাদককারবারিরা ◈ খালেদা জিয়ার সিটিস্ক্যান ও ই‌সি‌জি রি‌পো‌র্ট প‌জে‌টিভ, স্বজন‌দের স‌ঙ্গে কথা বলার চেষ্টা কর‌ছেন ◈ ২০০৬ সা‌লের পর নিজের মা‌ঠেই ‌সেল্টা ভি‌গোর কা‌ছে হার‌লো রিয়াল মা‌দ্রিদ‌  ◈ ‌রিয়াল মা‌দ্রিদে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি এমবা‌প্পের সাম‌নে ◈ ভরিতে ১,০৫০ টাকা কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর আজ থেকে ◈ কোটিপতির সংখ্যা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক ◈ নির্বাচন ঘনিয়ে আসছে, তফসিল ঘোষণার আগে দেশে রাজনৈতিক অস্থিরতা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ১১:৩১ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর গুলিস্তানে ট্রাকচাপায় দুই হোটেল কর্মচারী নিহত

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর গুলিস্তানে ফুয়ারার পাশে ট্রাকের চাপায় রাজসুপার মার্কেটের রাজ হোটেলের দুইজন কর্মচারী নিহত হয়েছে।

[৩] নিহতরা হলেন- জাকির ( ৩০) পিতা নুরুল ইসলাম বাসা হোল্ডিং নাম্বার ১১ বঙ্গবন্ধু এভেনিউ পল্টন ঢাকা ও শাকিল (১৫) রাজ হোটেল কর্মচারী ঢাকা।

[৪] বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত দেড়টা থেকে আনুমানিক ২টার গুলিস্তান ফুয়ারের পাশে বঙ্গবন্ধু স্কয়ার সামনে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পল্টন থানার উপ-পরিদর্শক এসআই শামীম হোসেন।

[৫] রাজ হোটেলে দুই কর্মচারী জাকির এবং শাকিল ময়লা ডাস্টবিনে ফেলে আসার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।

[৬] টহলরত পুলিশ ট্রাক জব্দ এবং ট্রাকের ড্রাইভারকে আটক করে পল্টন থানায় নিয়ে যায়। ট্রাক এবং ড্রাইভার পল্টন থানায় আটক আছে।

[৭] পল্টন থানার পুলিশ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই পরীক্ষা-নিরীক্ষা করে রাত্রি তিনটা পাঁচ মিনিটের মৃত ঘোষণা করেন।

[৮] সত্যতা নিশ্চিত করেন পল্টন থানার উপ-পরিদর্শক এসআই শামীম হোসেন তিনি বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

[৯] রাজ হোটেলের মালিক এস এম আলম শাহজাহান এর বরাত দিয়ে এসআই আরো জানান, দীর্ঘদিন যাবৎ হোটেলে পরিচ্ছন্নের কাজ করতো দুজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়