শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ১১:৩১ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর গুলিস্তানে ট্রাকচাপায় দুই হোটেল কর্মচারী নিহত

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর গুলিস্তানে ফুয়ারার পাশে ট্রাকের চাপায় রাজসুপার মার্কেটের রাজ হোটেলের দুইজন কর্মচারী নিহত হয়েছে।

[৩] নিহতরা হলেন- জাকির ( ৩০) পিতা নুরুল ইসলাম বাসা হোল্ডিং নাম্বার ১১ বঙ্গবন্ধু এভেনিউ পল্টন ঢাকা ও শাকিল (১৫) রাজ হোটেল কর্মচারী ঢাকা।

[৪] বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত দেড়টা থেকে আনুমানিক ২টার গুলিস্তান ফুয়ারের পাশে বঙ্গবন্ধু স্কয়ার সামনে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পল্টন থানার উপ-পরিদর্শক এসআই শামীম হোসেন।

[৫] রাজ হোটেলে দুই কর্মচারী জাকির এবং শাকিল ময়লা ডাস্টবিনে ফেলে আসার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।

[৬] টহলরত পুলিশ ট্রাক জব্দ এবং ট্রাকের ড্রাইভারকে আটক করে পল্টন থানায় নিয়ে যায়। ট্রাক এবং ড্রাইভার পল্টন থানায় আটক আছে।

[৭] পল্টন থানার পুলিশ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই পরীক্ষা-নিরীক্ষা করে রাত্রি তিনটা পাঁচ মিনিটের মৃত ঘোষণা করেন।

[৮] সত্যতা নিশ্চিত করেন পল্টন থানার উপ-পরিদর্শক এসআই শামীম হোসেন তিনি বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

[৯] রাজ হোটেলের মালিক এস এম আলম শাহজাহান এর বরাত দিয়ে এসআই আরো জানান, দীর্ঘদিন যাবৎ হোটেলে পরিচ্ছন্নের কাজ করতো দুজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়