মনিরুল ইসলাম: [২] শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের আহবান জানান।
[৩] তিনি বলেন, এই চলচ্চিত্র নির্মিত হলে আগামী প্রজন্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন, সংগ্রাম, সাহস সম্পর্কে জানতে পারবেন।
[৪] বৃহস্পতিবার রাতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ' সিনেবাজ' ওটিটি প্ল্যার্টফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
[৫] শিক্ষামন্ত্রী বলেন, আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে চলচ্চিত্র হওয়া দরকার।
[৬] ডা. দীপু মনি বলেন, যদিও আমি জানি আমার এই প্রস্তাব শুনে ক্ষুব্ধ হবেন। তারপরও বলবো, শেখ হাসিনাকে নিয়ে ছবি হওয়া আমাদের দেশ ও নতুন প্রজন্মের জন্য অবশ্যই দরকার।
[৭] এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, মহাসচুব শাহীন সুমন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, জায়েদ খান, জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, নায়িকা অপু বিশ্বাস, দিঘী, ড্যানি সিডাক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা মিডিয়ার কর্নধার সেলিম খান।