শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাবে ◈ হালা‌ন্ডের গো‌লের রেকর্ড, ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার সিটির রোমাঞ্চকর জয় ◈ আতলেতিকোকে ৩-১ গো‌লে হারা‌লো বার্সেলোনা  ◈ টাকা দরপতনে বিনিয়োগকারীরা দিশেহারা, সর্বস্বান্ত হয়েছেন অনেকে ◈ মারা গে‌ছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রবিন স্মিথ ◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৩:৫৩ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালে নমুনা পরীক্ষা করতে এসে বৃদ্ধার মৃত্যু

সাইফুল ইসলাম: [২] বাগেরহাটের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা গ্রহনে দ্বিতীয় দিনেও উপচে পড়া ভীড়, লম্বা লাইনে দাড়িয়ে দীর্ঘক্ষন বসে টিকা নিচ্ছেন নারী-পরুষ। নমুনা পরীক্ষা করতে এসে হাসপাতালে চত্ত্বরে করোনা উপসর্গ নিয়ে আব্দুল মজিদ গাজী (৮৫) নামের বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে।

[৩] বুধবার হাসপাতালে চত্ত্বরে সানকিভাঙ্গা এলাকার মৃত. মোতাহার আলী গাজির ছেলে কৃষক আব্দুল মজিদ গাজী জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ভ্যান যোগে নমুনা পরীক্ষা করতে আসেন। নমুনা পরীক্ষার পূর্বেই ভ্যানের ওপর বসে প্রচন্ড শ্বাসকষ্টে ছটফট করে তার মৃত্যু হয়।
এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্ত্বর। এদিকে সকাল ১০ টা থেকেই করোনা টিকা দিতে আসা নারী পুরুষ রোগীদের ভীড় দেখা গেছে। দীর্ঘ লাইনে দাড়িয়ে রেজিষ্ট্রশন কার্ড হাতে নিয়ে টিকা গ্রহন করছেন।

[৪] এ সর্ম্পকে মোরেলগঞ্জ উপজেলা প: প: কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, করোনা টিকার দ্বিতীয় পর্যায় মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে রেজিষ্ট্রেশন ভূক্ত দুই দিনে ২১৮ জন নারী পুরুষ টিকা গ্রহন করেছে। এ বারে ইনোর্ফামা (চায়না) এ ভেকসিন প্রথম ডোজে ২ হাজার পরবর্তীতে দ্বিতীয় ডোজে ২ হাজার মানুষ টিকা গ্রহন করতে পারবে বলে জানিয়েছেন তিনি।

[৫] নমুনা পরীক্ষা করতে আসা আব্দুল মজিদ গাজী গত এক সপ্তাহ ধরে জ্বর ও শ্বাস কষ্টে ভূগছিলো। নমুনা পরীক্ষার পূর্বেই তিনি করোনা উপর্সগ নিয়ে মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়