শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৩:৫৩ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালে নমুনা পরীক্ষা করতে এসে বৃদ্ধার মৃত্যু

সাইফুল ইসলাম: [২] বাগেরহাটের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা গ্রহনে দ্বিতীয় দিনেও উপচে পড়া ভীড়, লম্বা লাইনে দাড়িয়ে দীর্ঘক্ষন বসে টিকা নিচ্ছেন নারী-পরুষ। নমুনা পরীক্ষা করতে এসে হাসপাতালে চত্ত্বরে করোনা উপসর্গ নিয়ে আব্দুল মজিদ গাজী (৮৫) নামের বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে।

[৩] বুধবার হাসপাতালে চত্ত্বরে সানকিভাঙ্গা এলাকার মৃত. মোতাহার আলী গাজির ছেলে কৃষক আব্দুল মজিদ গাজী জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ভ্যান যোগে নমুনা পরীক্ষা করতে আসেন। নমুনা পরীক্ষার পূর্বেই ভ্যানের ওপর বসে প্রচন্ড শ্বাসকষ্টে ছটফট করে তার মৃত্যু হয়।
এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্ত্বর। এদিকে সকাল ১০ টা থেকেই করোনা টিকা দিতে আসা নারী পুরুষ রোগীদের ভীড় দেখা গেছে। দীর্ঘ লাইনে দাড়িয়ে রেজিষ্ট্রশন কার্ড হাতে নিয়ে টিকা গ্রহন করছেন।

[৪] এ সর্ম্পকে মোরেলগঞ্জ উপজেলা প: প: কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, করোনা টিকার দ্বিতীয় পর্যায় মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে রেজিষ্ট্রেশন ভূক্ত দুই দিনে ২১৮ জন নারী পুরুষ টিকা গ্রহন করেছে। এ বারে ইনোর্ফামা (চায়না) এ ভেকসিন প্রথম ডোজে ২ হাজার পরবর্তীতে দ্বিতীয় ডোজে ২ হাজার মানুষ টিকা গ্রহন করতে পারবে বলে জানিয়েছেন তিনি।

[৫] নমুনা পরীক্ষা করতে আসা আব্দুল মজিদ গাজী গত এক সপ্তাহ ধরে জ্বর ও শ্বাস কষ্টে ভূগছিলো। নমুনা পরীক্ষার পূর্বেই তিনি করোনা উপর্সগ নিয়ে মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়