শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৩:৫৩ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালে নমুনা পরীক্ষা করতে এসে বৃদ্ধার মৃত্যু

সাইফুল ইসলাম: [২] বাগেরহাটের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা গ্রহনে দ্বিতীয় দিনেও উপচে পড়া ভীড়, লম্বা লাইনে দাড়িয়ে দীর্ঘক্ষন বসে টিকা নিচ্ছেন নারী-পরুষ। নমুনা পরীক্ষা করতে এসে হাসপাতালে চত্ত্বরে করোনা উপসর্গ নিয়ে আব্দুল মজিদ গাজী (৮৫) নামের বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে।

[৩] বুধবার হাসপাতালে চত্ত্বরে সানকিভাঙ্গা এলাকার মৃত. মোতাহার আলী গাজির ছেলে কৃষক আব্দুল মজিদ গাজী জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ভ্যান যোগে নমুনা পরীক্ষা করতে আসেন। নমুনা পরীক্ষার পূর্বেই ভ্যানের ওপর বসে প্রচন্ড শ্বাসকষ্টে ছটফট করে তার মৃত্যু হয়।
এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্ত্বর। এদিকে সকাল ১০ টা থেকেই করোনা টিকা দিতে আসা নারী পুরুষ রোগীদের ভীড় দেখা গেছে। দীর্ঘ লাইনে দাড়িয়ে রেজিষ্ট্রশন কার্ড হাতে নিয়ে টিকা গ্রহন করছেন।

[৪] এ সর্ম্পকে মোরেলগঞ্জ উপজেলা প: প: কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, করোনা টিকার দ্বিতীয় পর্যায় মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে রেজিষ্ট্রেশন ভূক্ত দুই দিনে ২১৮ জন নারী পুরুষ টিকা গ্রহন করেছে। এ বারে ইনোর্ফামা (চায়না) এ ভেকসিন প্রথম ডোজে ২ হাজার পরবর্তীতে দ্বিতীয় ডোজে ২ হাজার মানুষ টিকা গ্রহন করতে পারবে বলে জানিয়েছেন তিনি।

[৫] নমুনা পরীক্ষা করতে আসা আব্দুল মজিদ গাজী গত এক সপ্তাহ ধরে জ্বর ও শ্বাস কষ্টে ভূগছিলো। নমুনা পরীক্ষার পূর্বেই তিনি করোনা উপর্সগ নিয়ে মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়