শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসোলেশন শেষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে মরগ্যানরা

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কা সিরিজ শেষে করোনার হানায় সেল্ফ আইসোলেশনে যাওয়া ৮ ক্রিকেটারসহ নেতৃত্বে ফিরেছেন এউইন মরগ্যান। নিয়মিত দলের ক্রিকেটারদের অনুপস্থিতিতে ওয়ানডে দলে জায়গা পেয়ে পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সাকিব মাহমুদ ও লুইস গ্রেগরি। তারাও ডাক পেয়েছেন টি-টোয়েন্টি দলে।

[৩] শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে তিন ক্রিকেটারসহ ৭ জনের করোনা হওয়ায় নিয়মিত দলের ১৬ ক্রিকেটারের প্রত্যেকে আইসোলেশনে যান। তাতে ১৮ জনের পুনঃসংশোধিত দল ঘোষণা করে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য। বেন স্টোকসের নেতৃত্বে এই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। ১৩.৬৬ গড়ে তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় সাকিব। গত বছরের সেপ্টেম্বরের পর প্রথম টি-টোয়েন্টি খেলার অপেক্ষায় এই পেসার।

[৪] তিন ম্যাচে রান ও উইকেট নিয়ে দারুণ প্রভাব রাখেন গ্রেগরি। লর্ডসে দ্বিতীয় ম্যাচে হন সেরা খেলোয়াড়। এজবাস্টনে দলীয় রেকর্ড ৩৩২ রান তাড়া করে সফল হতে তার ৬৯ বলে ৭৭ রান ছিলো গুরুত্বপূর্ণ। তিনিও গত মৌসুমের পর টি-টোয়েন্টি খেলেননি।

[৫] পায়ের চোটে শ্রীলঙ্কা সিরিজে অনুপস্থিত ইংল্যান্ডের সহঅধিনায়ক জস বাটলার ফিরেছেন। তবে জায়গা হয়নি ওয়ানডেতে নেতৃত্ব দেয়া স্টোকসের। আগামী ১৮ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

[৬] ইংল্যান্ড দল: এউইন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জেক বল, টম ব্যান্টন, জস বাটলার, টম কারান, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয় ও ডেভিড উইলি। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়