শরীফ শাওন: [২] গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, বিভিন্ন অঞ্চলের শ্রমিকরা ঈদের আগে বেতন বোনাস নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। অনেক কারখানা কর্তৃপক্ষ এখনও জুন মাসের বেতন পরিশোধ করেনি।
[৩] মিশু বলেন, বেতন বোনাসের তারিখ ঘোষণা দিয়েই সরকার তাদের দায়িত্ব শেষ করেন। মালিকপক্ষ দিচ্ছে কিনা, কেন শ্রমিকরা ক্ষুব্দ হচ্ছে এ বিষয়ে তাদের ভূমিকা দেখি না। বরং আন্দোলন করলে শ্রমিকদের নির্যাতন ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়। এবারও সময়মতো বেতন বোনাস পরিশোধ না করলে শ্রমিকরা রাস্তায় নেমে আসলে আমরা এর দায় নেব না। তিনি, ঘোষণা বাস্তাবায়নে সরকারি তদারকির আহ্বান জানিয়ে জুলাই মাসের অর্ধেক মজুরি পরিশোধের প্রস্তাব করেন।
[৪] গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তার লিমা জানান, সরকার-মালিকপক্ষ-শ্রমিকপক্ষ ত্রিপক্ষীয় বৈঠকে বেতন ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে সকল শ্রমিক সংগঠনগুলোকে জানিয়ে নয়, সরকার-মালিকপক্ষ নিজেরাই সিদ্ধান্ত নেয়। বৈঠকে তাদের পছন্দ অনুযায়ী শ্রমিক সংগঠনগুলোকে ডাকেন। অনেক সংগঠন সেখানে গিয়ে বক্তব্য রাখলেও তা যথাযথ মূল্যায়ন করা হয় না।
[৫] বুধবার বিজিএমইএ পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, লকডাউন নিয়ে ব্যস্ততার কারণে সংশ্লিষ্ট কারখানাগুলোর বেতন ভাতার বিষয়ে এখনও আপডেট করা হয়নি। বেতন ভাতা নিয়ে সমস্যা হবে না জানিয়ে বলেন, আজ সন্ধ্যায় বৈঠক শেষে শিগগিরই এ বিষয়ে জানানো যাবে।