শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০১:০৮ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাপলা মিডিয়ার অ্যাপস পরিচালিত হবে অ্যামাজন সার্ভার থেকে

ইমরুল শাহেদ: অ্যাপস ‘চরকি’র পর এবার যাত্রা শুরু করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান ‘সিনেবাজ’ অ্যাপসটি। শাপলা মিডিয়ার উৎপাদন প্রধান অপূর্ব রায় বলেছেন, বৃহস্পতিবার রাত নয়টা থেকে যে কেউ গুগল থেকে অ্যাপস নামিয়ে সিনেবাজ দেখতে পারবেন। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী দিপু মনি। অপূর্ব রায় জানান, অ্যাপটি উদ্বোধন করা হবে ‘টুঙ্গি পাড়ার মিঞা ভাই’ ছবি দিয়ে এবং দর্শকরা ছবিটি দেখবেন বিনামূল্যে। এছাড়া ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে বাংলা ও ইংরেজী ভাষায়।

দর্শকরা নিজেদের ইচ্ছা মতো পছন্দের ভাষায় দেখতে পারবেন। তিনি বলেন, তাদের এই অ্যাপসটি পরিচালিত হবে অ্যামাজনের সার্ভার থেকে। সেভাবেই তাদের চুক্তি হয়েছে। তবে এখন তারা অ্যাপসে নতুন আর কোনো কনটেন্টস দিচ্ছেন না। কিন্তু শাকিব খান ও বুবলী অভিনীত ‘বিদ্রোহী’ ছবি দিয়ে সিনেবাজ উদ্বোধন করার কথা থাকলেও সেখান থেকে প্রযোজনা প্রতিষ্ঠানটি সরে গেল কেন জানতে চাওয়া হলে অপূর্ব রায় বলেন, বিদ্রোহী ছবি প্রযোজনা করতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।

ছবিটি নির্মিতও হয়েছে তিন বছর আগে। অ্যাপসে এখনই ছবিটি মুক্তি দেওয়া হলে তাদেরকে পুরো টাকাই গচ্ছা দিতে হবে। তিনি বলেন, যখন ছবিটি নির্মাণ করা হয় তখন শাকিবের বাজার ছিল রমরমা। তিনি যা বলেছেন প্রযোজক তাই করেছেন। এজন্য ছবিটিতে খরচপাতি একটু বেশিই হয়ে গেছে। উল্লেখ করার বিষয় হলো দেশে এখন বিদেশি অ্যাপসগুলোর পাশাপাশি বাণিজ্যিকভাবে তিনটি অ্যাপস চালু হচ্ছে। প্রথমে অ্যাপস চালু করেন পরিচালক অনন্য মামুন। তিনি এখনো নিজের কনটেন্টস দিয়েই অ্যাপসটি পরিচালনা করছেন। প্রথম আলোর অ্যাপস চরকি। সেটিতেও নিজেদের কনটেন্টসই দেওয়া হচ্ছে। সিনেবাজ কিভাবে পরিচালিত হবে এবং স্থানীয়ভাবে প্রযোজিত ছবিগুলো সেই অ্যাপস থেকে মুক্তি দেওয়া হবে কিনা সেই ব্যাপারে প্রতিষ্ঠানটি এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে অপূর্ব রায় জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়